মুহাম্মদ নিজাম উদ্দিন, রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগতিতে সরকারী কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ত্ব, বীরমুক্তিযোদ্ধা, ও গণ্যমান্যদের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার বিকালে উপজেলা হল রুমে এ মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ আমজাদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সদ্য যোগদাকৃত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট রাজীব কুমার সরকার।
আরো উপস্থিত ছিলেন সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট মুহতাসিম, সহকারী কমিশনার (ভূমি) এস এম আবদুল্যাহ বিন সফিক, থানা অফিসার ইনচার্জ মো. কবির হোসেন, মুক্তিযোদ্ধাগণ, মাধ্যমিক কর্মকর্তা দিদার হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জহিরুল ইসলাম, বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তাবৃন্দ, জামায়াতে ইসলামীর উপজেলা আমীর মাওলানা আবদুর রহিম, পৌর আমীর মাওলানা আবুল খায়ের, বিএনপি ও জেএসডি নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, এ এলাকার জরুরী জনগুরুত্বপূর্ণ সমস্যা ভুলুয়া নদী খননে এবং জলাবদ্দতা নিরসনে সরকার দ্রুত পদক্ষেপ গ্রহন করবে।
তিনি আরো বলেন, বৃহত্তর নোয়াখালীর শস্য ভান্ডার রামগতি। কৃষিজ উৎপাদনের উর্বর এ এলাকাকে জলবাযু পরিবর্তিত পরিবেশের নব নব টেকসই প্রযুক্তিতে সমৃদ্ধ করে ও বাস্তবতা উপযোগী কৃষি বান্ধব এলাকা হিসেবে গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করা হবে।