খায়রুল আলম ফায়সাল, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের রশিদাবাদ ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান ইদ্রিস মিয়ার নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৭ অক্টোবর) সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বৈষম্যবিরোধী ছাত্র-ছাত্রীদের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে স্কুল, কলেজ ও মাদ্রাসার দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
মানববন্ধন থেকে দাবি জানানো হয়, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে অংশগ্রহণ করতে গিয়ে ৪ আগস্ট পুলিশের গুলিতে গুরুতর আহত হন ইদ্রিস মিয়া। ৫ আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেলে সারা দেশের ন্যায় কিশোরগঞ্জের বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িতে হামলা ঘটনা ঘটে। কিশোরগঞ্জের রশিদাবাদের চপল বর্মন নামে আওয়ামী লীগের এক নেতার বাড়িতে হামলার ঘটনায় ইদ্রিস মিয়াকে আসামি করে মামলা করা হয়। যদিও সেদিন ইদ্রিস মিয়া পুলিশের গলিতে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শিক্ষার্থীরা ইদ্রিস মিয়ার এই মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।