মো. মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা পর্যায়ে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ বিভিন্ন ক্যাটাগরি প্রতিযোগিতায় বিজীয়দের মধ্যে পুরষ্কার ও সনদপত্র প্রদান করা হয়েছে। সোমবার ৮ জুলাই উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিস আয়োজিত পুরষ্কার ও সনদপত্র প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. বিল্লাল হোসেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. উমর ফারুক ভূইয়ার সভাপতিত্বে ও উপজেলা একাডেমিক সুপারভাইজার সারফুল ইসলামের সঞ্চালনায় উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন পাকুন্দিয়া সরকারী কলেজের অধ্যক্ষ মো. কফিল উদ্দিন, এমএ মান্নান মানিক কলেজের অধ্যক্ষ জসিম উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা সমিতির সভাপতি মো. রফিকুল ইসলাম, পাকুন্দিয়া আদর্শ মহিলা অনার্স কলেজের সহকারী অধ্যাপক নূর-নেছা খান সুমা, হাজী জাফর আলী কলেজের প্রভাষক তরিকুল হাসান শাহীন প্রমুখ।
২০২৪ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হয়েছেন পাকুন্দিয়া সরকারী কলেজের অধ্যক্ষ মো. কফিল উদ্দিন, শ্রেষ্ঠ প্রধান শিক্ষক শহীদ আলাউদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জালাল উদ্দিন, শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক পাকুন্দিয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. রফিক উদ্দিন, পাকুন্দিয়া আদর্শ মহিলা কলেজের সহকারী অধ্যাপক নূর-নেছা খান সুমা, শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক পাকুন্দিয়া সরকারী উচ্চ বিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষক মো. রবিউল আউয়াল, শ্রেষ্ঠ গার্ল গাইডস পাকুন্দিয়া সরকারী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোছাঃ রাশিদা বেগম, শ্রেষ্ঠ রোভার পাকুন্দিয়া সরকারী কলেজের শিক্ষার্থী রাজন দাস।