১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ ২৭শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ রাত ১০:১৪ বুধবার
  1. আন্তর্জাতিক
  2. কমলনগর উপজেলা
  3. কিশোরগঞ্জ জেলা
  4. খেলাধুলা
  5. চট্টগ্রাম জেলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. নারী ও শিশু
  9. নেত্রকোনা জেলা
  10. নোয়াখালী জেলা
  11. ফরিদগঞ্জ
  12. ফেনী জেলা
  13. বিনোদন
  14. ভোলা জেলা
  15. ময়মনসিংহ জেলা

কমলনগর প্রেসক্লাবের নতুন কমিটির সভাপতি মিঠু, সম্পাদক মুসা

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
জুন ২৭, ২০২৪ ৬:২০ অপরাহ্ণ

মোহাম্মদ ছাইফ উল্লাহ হেলাল, কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের কমলনগরের সংবাদকর্মীদের সংগঠন”কমলনগর প্রেসক্লাব” এর দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে দৈনিক মানবজমিনের প্রতিনিধি মো.ইউছুফ আলী মিঠু সভাপতি এবং দৈনিক আমাদের সময়’র প্রতিনিধি মুসা কালিমুল্লাহ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। বুধবার(২৬জুন) বিকেলে উপজেলার হাজিরহাট বাজারে প্রেসক্লাব কার্যালয়ে ভোট অনুষ্ঠিত হয়। এসময় রামগতি, কমলনগর এবং লক্ষ্মীপুর জেলায় কর্মরত সাংবাদিক ও বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন।

কমিটির অন্যান্য পদে নির্বাচিত হয়েছেন, সহ- সভাপতি পদে দ্য বিজনেস স্ট্যাডার্ড’র প্রতিনিধি সানা উল্লাহ সানু, সহ সভাপতি দৈনিক খবর প্রতিনিধি নাছির উদ্দিন, সহ সাধারণ সম্পাদক দৈনিক যুগান্তর প্রতিনিধি শাহরিয়ার কামাল, সাংগঠনিক সম্পাদক দৈনিক বাংলাদেশ বুলেটিন’র প্রতিনিধি এমএ এহসান রিয়াজ, অর্থ সম্পাদক দৈনিক দেশ-রুপান্তর (রামগতি-কমলনগর) প্রতিনিধি আমজাদ হোসেন আমু ।

প্রধান নির্বাচন কমিশনার ও কমলনগর উপজেলা সমবায় কর্মকর্তা মো.হানিফ জানান, সুন্দর ও মনোরম পরিবেশে আনন্দঘন পরিবেশে সংবাদকর্মী ভোটারগণ ভোট দিয়েছে। তাদের ভোটে নির্বাচিত কমিটিকে বিজয়ী ঘোষণা করতে পেরে ভালো লাগছে। নির্বাচন কমিশনার হিসেবে আরো দায়িত্বে ছিলেন, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মো.শরিফুর রহমান, আবু ছায়েদ, মো.জাহাঙ্গির আলম।

নির্বাচনের পরপরই প্রেসক্লাব চত্তরে এসে নির্বাচিত নতুন কমিটিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ। তাদের মধ্যে অন্যতম উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো.নিজাম উদ্দিন, চেয়ারম্যানদের পক্ষে মো.আবুল খায়ের, মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের পক্ষে হাজিরহাট সরকারি মিল্লাত একাডেমির প্রধান শিক্ষক সাখাওয়াত হোসেন, চর লরেন্স উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওমর ফারুক দোলন, চর ফলকন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু জাকের, হাজিরহাট বাজার পরিচালনা কমিটির পক্ষে প্রচার সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী মো.মঞ্জুর আলম, মো.রায়হান উদ্দিন, আব্দুর রহমান প্রমুখ।

নতুন কমিটির সভাপতি ইউছুপ আলী মিঠু ও সাধারণ সম্পাদক মুসা কালামুল্লাহ বলেন, কমলনগরের উন্নয়নে আগামী সময়ে কমলনগর প্রেসক্লাব যাতে একটি দায়িত্বশীল এবং সম্মানজনক অবস্থানে পৌঁছাতে পারে আমরা সে বিষয়ে বদ্ধপরিকর।

Please follow and like us:
error0
Tweet 20
fb-share-icon20

সর্বশেষ - কমলনগর উপজেলা