রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগতিতে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন বাজুসের নব নির্বাচিত জেলা কমিটির নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে রামগতি উপজেলা বাজুসের আয়োজনে পৌর আলেকজান্ডার বাজার মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের হল রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
নব নির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে ফুল দিয়ে বরণ করে নেন বাজুস উপজেলা সভাপতি সুমন দেবনাথ ও সাধারণ সম্পাদক দিপংকর চন্দ্র দাস সহ অন্যান্য নেতৃবৃন্দ।
বাজুস উপজেলা কমিটির সহ সভাপতি শ্রী শ্যামল মালাকারের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন জেলা কমিটির নবনির্বাচিত সভাপতি শ্রী সমীর কর্মকার, বিশেষ অতিথি ছিলেন বাজুসের জেলা সাধারণ সম্পাদক শ্রী পরেশ কর্মকার, সহ সভাপতি শ্রী খোকন দেবনাথ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সহ সাংগঠনিক সম্পাদক গৌতম মজুমদার, বাজুস জেলা সহ সভাপতি শ্রী রানা কুমার পাল, বাজুস জেলা সহ সভাপতি সহদেব কুরী, বাজুস জেলা সহ সভাপতি শ্রী জুলাস কুরী, বাজুস জেলা সহ সাধারণ সম্পাদক শ্রী গণেশ কুরী, বাজুস জেলা সহ সাধারণ সম্পাদক শ্রী অঞ্জন কুমার কুরী, বাজুস জেলা সহ সাধারণ সম্পাদক শ্রী দীপক চন্দ্র দেবনাথ, বাজুস জেলা সহ সাধারণ সম্পাদক শ্রী ভাসান কর্মকার, জেলা কমিটির কার্য নির্বাহী সদস্য শ্রী সবুজ বিশ্বাস, জেলা কমিটির কার্য নির্বাহী সদস্য শ্রী উজ্জ্বল চন্দ্র কুরী, জেলা কমিটির কার্য নির্বাহী সদস্য শ্রী স্বপন কর্মকার বাপ্পী, জেলা কমিটির সদস্য শ্রী বিকাশ চন্দ্র দাস।
বক্তব্য রাখেন উপজেলা কমিটির সভাপতি সুমন দেবনাথ, বাজুস সদস্য নিহার হালদার, বাজুস কমলনগর উপজেলা যুগ্ন আহবায়ক শ্রী গিরিধারী দাস, কমলনগর উপজেলা সদস্য সচিব শ্রী শংকর দেবনাথ প্রমূখ।
সভায় শুরুতে পবিত্র কোরানে পাক থেকে তেলাওয়াত করেন মো. নাহিদ উদ্দিন ও শ্রী ভগবত গীতা থেকে পাঠ করেন গৌতম মজুমদার।
শেষে আগামী তিন মাসের মধ্যে সম্মেলন করে পূর্ণাংগ কমিটি গঠনের লক্ষ্যে ৪ সদস্যের আহবায়ক কমিটি অনুমোদন করেন জেলা কমিটি।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংবাদিক ও সাংস্কৃতিক কর্মী মুহাম্মদ নিজাম উদ্দিন।