মো. নাঈমুজ্জামান নাঈম, কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, কুলিয়ারচর প্রেসক্লাবের আহবায়ক কমিটির সদস্য ও ধূপাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি মো. জসীম উদ্দিন লিটন প্রাথমিক শিক্ষা পদক-২০২৩ কুলিয়ারচর প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে উপজেলার শ্রেষ্ঠ সভাপতি নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার (৫ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিঃ) বিকেলে উপজেলা শিক্ষা অফিসার মো. আবদুল আলিম রানা এ তথ্য নিশ্চিত করেন।
জানা যায়, প্রতিবারের মত এবারও এ উপজেলার ৭৪টি প্রাথমিক বিদ্যালয়ের নির্বাচিত সভাপতিদের মধ্য থেকে উপজেলা শিক্ষা কমিটি বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ, লেখাপড়ার মানোন্নয়ন, বিদ্যালয়ের শৃঙ্খলা রক্ষা ও বিদ্যালয়ে সহশিক্ষা কার্যক্রম সফলভাবে পরিচালনায় দক্ষতার স্বাক্ষর রাখায় প্রাথমিক শিক্ষা পদক-২০২৩ সালের জন্যে মো. জসীম উদ্দিন লিটন-কে কুলিয়ারচর উপজেলার প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে শ্রেষ্ঠ সভাপতি নির্বাচিত করেন।
জসীম উদ্দিন লিটন ১৯৯১ সালে ঐতিহ্যবাহী ছয়সূতী ইউনিয়ন উচ্চ বিদ্যালয় থেকে কৃতিত্বের সাথে এসএসসি, ১৯৯৩ সালে ভৈরব হাজী হাসমত সরকারি কলেজ থেকে এইচএসসি ১৯৯৬ সালে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে ব্যবস্থাপনায় অনার্স এবং ১৯৯৭ সালে একই বিষয়ে মাস্টার্স ডিগ্রি লাভ করেন।
মো. জসীম উদ্দিন লিটন বঙ্গভবন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সাবেক সভাপতি, ছয়সূতী ইউনিয়ন হাই স্কুল ও কলেজ পরিচালনা কমিটির সাবেক সভাপতি, কুলিয়ারচর সরকারি কলেজের গভর্নিং বডির সাবেক সদস্য, ১৯৯১ সালে হাজী আসমত কলেজ ছাত্র সংসদ এর নির্বাচিত পাঠাগার সম্পাদক, ১৯৯৩ সালে হাজী আসমত কলেজ শাখা ছাত্রলীগ এর সাবেক সভাপতি ও ২০০১ সালে কুলিয়ারচর উপজেলা শাখার আওয়ামী লীগের কার্যকরী কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ছিলেন।
তাঁর অক্লান্ত পরিশ্রমে স্থানীয় সাংসদ আলহাজ্ব নাজমুল হাসান পাপন-এর সহযোগিতায় শিক্ষা বঞ্চিত এলাকা
ধূপাখালি সরকারি প্রাথমিক বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়েছিলো। ফলে অনেকটা পথ (দুরত্ব) লাঘব হয়, হতদরিদ্র, অসহায়, লেখাপড়া থেকে বঞ্চিত গ্রামীন ছেলে-মেয়েদের লেখাপড়া করার সুযোগ পায়।
তিনি বিভিন্ন সময়ে বিভিন্নভাবে মানুষকে সহযোগিতা করে থাকেন। তাঁর নীরব দানে নিয়মিত উপকৃত তাঁর চারপাশের অসহায় পরিবারের মানুষেরা। তাঁর এ অর্জনে বন্ধুমহল, রাজনৈতিক নেতৃবৃন্দ ও শুভাকাঙ্ক্ষীগণ তাঁকে অভিনন্দন জানিয়েছেন।