এম তাজুল ইসলাম, ইটনা (কিশোরগঞ্জ) প্রতিনিধি: ইটনা উপজেলা প্রশাসন আয়োজিত সারাদেশের ন্যায় জেলার ইটনা উপজেলায় যথাযথ মর্যাদার সহিত মহান বিজয় দিবস উদযাপন করা হয়।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-০৪ মাননীয় সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইটনা উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী কামরুল হাসান।
ইটনা উপজেলা নির্বাহী অফিসার নাফিসা আক্তারের সভাপত্তিত্বে শুক্রবার সূর্যাদয়ের সাথে সাথে একত্রিশ বার তোপধবনির মাধ্যমে বিজয় দিবসের শুভ সূচনা করা হয়। সকল সরকারী, বেসরকারী স্বায়ত্ব শাসিত প্রতিষ্ঠান, ভবন, দোকান পাঠ, ব্যাক্তি মালিকানাধীন ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে উপজেলার স্বাধীনতার স্মারকে পুষ্প স্তবক অর্পণ করা হয়।
পুলিশ, আনসার ভিডিপি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রী স্কাউট এবং শিশু কিশোর সংগঠন কর্তৃক বর্ণাঢ্য কুচকাওয়াজ ও ডিসúেø প্রদর্শন করা হয়। বীরমুক্তিযোদ্ধা যুদ্ধাহত মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা সহ উপহার প্রদান করা হয়। জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে মুক্তিযোদ্ধের চেতনা ধারণ ও ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার শীর্ষক আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়।
মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফেরাত যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সু-স্বাস্থ্য এবং জাতির শান্তি সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে সকল মসজিদ, মন্দির, গীর্জা, প্যাগোডা ও অন্যান্য উপসনালয়ে স্বাস্থ্য বিধি মেনে সীমিত আকারে বিশেষ মুনাজাত ও প্রার্থনা করা হয়। হাসপাতাল ও এতিম খানা সমূহে উন্নত মানের খাবার পরিবেশন।
যুবক যুবতিদের নিয়ে উন্মুক্ত খেলা ধুলার আয়োজন মহিলা সমাবেশ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান সহ বিভিন্ন সংগঠন ও রাজনৈতিক দল বিভিন্ন কর্মসূচী পালন করে। এছাড়া ইসলামিক ফাউন্ডেশন ইটনা এর আয়োজনে কুরআন খতম ও দোয়া পরিবেশন এর মাধ্যমে দিনের কর্মসূচী সমাপ্ত করা হয়।