১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ ২৭শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ রাত ৯:১২ বুধবার
  1. আন্তর্জাতিক
  2. কমলনগর উপজেলা
  3. কিশোরগঞ্জ জেলা
  4. খেলাধুলা
  5. চট্টগ্রাম জেলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. নারী ও শিশু
  9. নেত্রকোনা জেলা
  10. নোয়াখালী জেলা
  11. ফরিদগঞ্জ
  12. ফেনী জেলা
  13. বিনোদন
  14. ভোলা জেলা
  15. ময়মনসিংহ জেলা

বাসের সংঘর্ষে বিভাটেকে থাকা তিনজনই নিহত আহত যুবক

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
সেপ্টেম্বর ২৮, ২০২২ ১২:০৫ পূর্বাহ্ণ

মো. নাঈমুজ্জামান নাঈম, কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের কুলিয়ারচরে সড়ক দুর্ঘটনায় বিভাটেক চালকসহ তিনজন নিহত ও গুরুতর আহত হয়েছে যুবক। নিহতরা হলেন, ১) কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের লালপুর গ্রামের হাজী আমির চানের ছেলে আল ইসলাম (৬৫), ২) ভৈরব উপজেলার চান্দেরচরের দিদার বক্সের ছেলে মতিয়ার রহমান (৫৫)।

নিহত আরেকজনের পরিচয় পাওয়া যায়নি। আহত ব্যক্তি কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের পূর্ব লালপুর গ্রামের মো: মঞ্জু মিয়ার ছেলে মোঃ আকরাম হোসেন।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর ) বিকেল ৩ টায় ভৈরব-কিশোরগঞ্জ মহাসড়কের কুলিয়ারচর উপজেলার ছয়সূতী-দ্বাড়িয়াকান্দি বাসস্ট্যান্ডের মধ্যবর্তী ঈদগাহ মাঠ সংলগ্নে এ দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয়রা জানান, ভৈরবগামী মরিচখালী পরিবহন নামের একটি বাস (কিশোরগঞ্জ-ব-১১-০০৬৮) অপরদিক থেকে আসা কিশোরগঞ্জগামী একটি বিভাটেকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বিভাটেক চালক ও একজন যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়। অপর দুই যাত্রীকে গুরুতর আহত অবস্থায় কুলিয়ারচর সরকারি হাসপাতালে ও ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজে পাঠানো হয়। পরে জহুরুল ইসলাম মেডিকেল কলেজের কর্তব্যরত চিকিৎসক ঐ যাত্রীকে মৃত ঘোষণা করেন। আহত ব্যক্তি কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

এ ঘটনায় কুলিয়ারচর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা জানান, দুর্ঘটনার খবর পেয়ে ভৈরব হাইওয়ে থানায় অবগত করা হয়েছে এবং কুলিয়ারচর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাস্তার পড়ে থাকা দুইটি লাশ ও বিভাটেক সরিয়ে দীর্ঘ যানজট নিরসন করে যান চলাচল স্বাভাবিক করা হয়।

এবিষয়ে ভৈরব হাইওয়ে থানার ওসি মোজাম্মেল হক ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তিনি বলেন, ঘটনাস্থল থেকে ৩ জন নিহতসহ বিভাটেক উদ্ধার করা হয়েছে এবং পালানোর সময় ঘাতক বাসটিকে পুশিল আটক করে।

Please follow and like us:
error0
Tweet 20
fb-share-icon20

সর্বশেষ - কমলনগর উপজেলা