মো: মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি: খাদ্য অধিদপ্তরের উদ্যোগে ৩০টাকা কেজি দামে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পৌরসভায় ৩টি পয়েন্টে খোলা বাজারে ওএমএসের চাল বিতরণের কর্মসূচী উদ্বোধন করা হয়েছে। এই উপলক্ষে বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সকালে পাকুন্দিয়া পৌরসদরের কলেজ রোড, বরাটিয়া চৌরাস্তা, মৌসুমী সিনেমা হলের সামনে ডিলারের মাধ্যমে নিম্ন আয়ের মানুষের মাঝে এই চাল বিতরণ করা হয়েছে।
পাকুন্দিয়া পৌর মেয়র নজরুল ইসলাম আকন্দ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চাল বিতরণের কার্যক্রমের উদ্বোধন করেন।
উপজেলা নির্বাহী অফিসার রোজলিন শহীদ চৌধুরীর সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা মো. হাসান আলী মিয়া, প্যানেল মেয়র মো. আসাদ মিয়া, কাউন্সিলর সিদ্দিক হোসেন রিপন, ডিলার মো. সিদ্দিক হোসেন মাসুদ প্রমুখ।
Please follow and like us: