মুহাম্মদ নিজাম উদ্দিন, রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগতিতে নানান কর্মসূচীতে বিনম্র শ্রদ্ধায় পালিত হয়েছে জাতীয় শোক দিবস-২০২২।
দিবসটি উপলক্ষে মধ্যরাতে জাতির পিতার প্রতিকৃতিতে মোমবাতি প্রজ্জ্বলন করে উপজেলা যুবলীগ, ছাত্রলীগ সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন।
উপজেলা প্রশাসন গ্রহন করেছে বিভিন্ন কমৃসূচী তার মধ্যে ছিল সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী নিবেদন, আলোচনা সভা, কোরান খতম, মিলাদ মাহফিল। কর্মসূচীতে উপজেলা নির্বাহী অফিসার এস এম শান্তুনু চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ মেজর (অব:) আবদুল মান্নান।
বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আবুল হাসনাত খান, পৌর মেয়র এম মেজবাহ উদ্দিন, থানা অফিসার ইনচার্জ মো. আলমগীর হোসেন, উপজেলা আ’ লীগ সভাপতি আবদুল ওয়াহেদ মুরাদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. রাহিদ হোসেন, উপজেলা প্রকৌশলী মো. সাইফুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো: জসিম উদ্দিন, যুব উন্নয়ন কর্মকর্তা সফিকুল ইসলাম পাঠান, প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মো. নজরুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জহিরুল ইসলাম, সমবায় কর্মকর্তা মো. ওমর ফারুক, প্রবীণ রাজনীতিবীদ ড: আশ্রাফ আলী চৌধুরী সারু, শিক্ষক, সাংবাদিকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উপজেলা আওয়ামী লীগ বের করে শোক র্যালী। র্যালীটি পৌর আলেক শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আলেকজান্ডার মডেল সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় হল রুমে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভা ও মিলাদ মাহফিল শেষে হতদরিদ্রদের মাঝে খাবার বিতরণ করা হয়।