১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ ২৭শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ সন্ধ্যা ৬:২১ বুধবার
  1. আন্তর্জাতিক
  2. কমলনগর উপজেলা
  3. কিশোরগঞ্জ জেলা
  4. খেলাধুলা
  5. চট্টগ্রাম জেলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. নারী ও শিশু
  9. নেত্রকোনা জেলা
  10. নোয়াখালী জেলা
  11. ফরিদগঞ্জ
  12. ফেনী জেলা
  13. বিনোদন
  14. ভোলা জেলা
  15. ময়মনসিংহ জেলা

রামগঞ্জে মাদ্রাসা ভবন নিলাম নিয়ে সভাপতি ও প্রিন্সিপালের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
জুলাই ৩০, ২০২২ ১১:৪৩ অপরাহ্ণ

আবু তাহের, রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ভোলাকোট ইউনিয়নে নিয়মনীতির কোন তোয়াক্কা না করেই নাগমুদ মসজিদে মাইকে দরপত্র জমা দেওয়ার ঘোষণা দিয়ে কেআই ফাজিল ডিগ্রী মাদ্রাসার পুরাতন ভবন নিলামের দরপত্র ও সিডিউল নিয়ে মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি শাহ আলমগীর ও প্রিন্সিপাল মাওলানা সামছুদ্দিনের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ উঠেছে। নিজের পছন্দের লোক কাজ না পাওয়া সভাপতি শাহ আলমগীর প্রিন্সিপালকে ব্যবহার করে পুরো নিলাম প্রক্রিয়া বাতিল করে দেওয়ায় এলাকাব্যাপী চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। নিয়ম-নীতির কোন তোয়াক্কা না করে সভাপতি ও প্রিন্সিপালের এমন মনগড়া বেআইনী সিদ্ধান্তের কারনে স্থানীয়দের মধ্য নানান সমালোচনার সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার নাগমুদ কেআই ফাজিল ডিগ্রী মাদ্রাসার একটি পুরাতন ভবন ঝুকিপূর্ণ হওয়ায় সংশ্লিষ্ট কতৃপক্ষ পরিত্যাক্ত ঘোষণা করেন। এরপর মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি শাহ আলমগীরের নির্দেশে প্রিন্সিপাল মাওলানা সামছুদ্দিন গত ১৫ জুলাই মসজিদের মাইকে ঘোষনা দিয়ে ২৫জানুয়ারীর মধ্যে ইচ্ছুক দরদাতাগন প্রতিষ্ঠান প্রধানের কার্যলয়ে জাহাঙ্গীর আলম, মো. আলী, শাহাদাত হোসেন, জহির হোসেন, রফিক উল্যা, মো. মহিন সহ সকলের উপস্থিত হয়ে দরপত্র জমা দেন। পরে ২৫জুলাই সকলের উপস্থিতিতে সর্বোচ্চ দরদাতা ১লক্ষ ৩০হাজার টাকায় কাজটি পেয়ে থাকলেও সভাপতি তার পছন্দের লোক হোটেল ব্যবসায়ী বোরহান উদ্দিনের দরপত্র দেখতে না পেয়ে কোন কারন ছাড়াই হটাৎ পুরো নিলাম প্রক্রিয়া বাতিল করে দেন।

এব্যাপারে মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা সামছুদ্দিন জানান, নিয়নম-অনিয়ম যা হয়েছে আমি সব সভাপতি সাহেবের নির্দেশে করেছি। আমার কোন দোষ নেই। বোরহান উদ্দিন আগেই মোতালেব হুজুরের কাছে দরপত্র জমা দিয়েছে। সেটা জমা না হওয়ার কারনেই সভাপতি পুরো নিলাম প্রক্রিয়া বাতিল করে দিয়েছে।

মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপত শাহ আলমগীর জানান, প্রিন্সিপালের ভূলের কারণে নিলাম প্রক্রিয়া বাতিল করে দেওয়া হয়েছে। আর এটা বাতিল করার ক্ষমতা মাদ্রাসা কতৃপক্ষের রয়েছে। আমাকে বির্তকিত করার জন্য একটা মহল উঠে পড়ে লেগেছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোনাজের হোসেন জানান, বিষয়টি প্রিন্সিপাল ও সভাপতি আমাকে জানিয়েছে। একটু ভূলভ্রান্তির কারণেই আগের নিলাম প্রক্রিয়া বাতিল করেছে।

Please follow and like us:
error0
Tweet 20
fb-share-icon20

সর্বশেষ - কমলনগর উপজেলা

আপনার জন্য নির্বাচিত