মো. শফিকুল ইসলাম শফিক, নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইলে দৈনিক ভোরের কাগজ পত্রিকার প্রকাশক সাবের হোসেন চৌধুরী ও সম্পাদক শ্যামল দত্ত সহ পাঁচ জনের বিরুদ্ধে কুমিল্লার কথিত কুখ্যাত মাদক কারবারী আরফানুল হক রিফাত কর্তৃক মানহানি মামলার প্রতিবাদে শনিবার (২১শে মে) নান্দাইল প্রেসক্লাব চৌরাস্তা চত্বরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
নান্দাইল প্রেসক্লাব ও নান্দাইল সাংবাদিক সমিতির আয়োজনে উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন নান্দাইল প্রেসক্লাবের সভাপতি বাংলাদেশ সাংবাদিক সমিতি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ এনামুল হক বাবুল।
দৈনিক ভোরের কাগজের নান্দাইল প্রতিনিধি ও নান্দাইল প্রেসক্লাবের সাহিত্য ও পাঠাগার সম্পাদক মো. শফিকুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন নান্দাইল প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মো. আবুল হাসেম, মো. আবু হানিফ সরকার, অর্থ সম্পাদক মো. রফিকুল ইসলাম মোড়ল, কার্যনির্বাহী সদস্য মো. মাহবুব আলম খান, প্রেসক্লাবের আজীবন সদস্য মো. আব্দুল মান্নান, নান্দাইল সাংবাদিক সমিতির যুগ্ম সম্পাদক মো. শাহজাহান ফকির, মানবাধিকার কর্মী আবুল কালাম আজাদ, ভোরের কাগজের পাঠক পরিমল চন্দ্র, মো. আরিফুল ইসলাম আরিফ, রিয়াদ হোসেন, ইয়াসিন মিয়া প্রমুখ।
এছাড়াও উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বিভিন্ন ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক নেৃতবৃন্দ সহ সুশীল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রতিবাদ সমাবেশে আগামী ৭ দিনের মধ্যে বাদী কর্তৃক মামলা প্রত্যাহার সহ মিথ্যা মামলায় দায়ের করায় বাদীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের দাবী জানান সাংবাদিক নেতৃবৃন্দ।