মুহাম্মদ নিজাম উদ্দিন, রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগতিতে র্যালী, শিশু কিশোরদের চিত্রাংকন প্রতিযোগীতা, আলোচনা সভা সহ বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হয়েছে দেশরত্ন মানবতার জননী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মবার্ষিকী।
এ উপলক্ষে ২৯ সেপ্টেম্বর (মঙ্গলবার) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত র্যালী শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আালোচনা সভায় মিলিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল মোমিন।
উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. রাহিদ হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা সফিকুল ইসলাম পাঠান, শিক্ষা কর্মকর্তা মো. আহসান, সমবায় কর্মকর্তা মো. ওমর ফারুক, সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়েরে প্রধান শিক্ষক মো. আবুল কালাম আজাদ, সরকারী মডেল প্রাথমিকের প্রধান শিক্ষক সেলিনা আক্তার, চর ডাক্তার সপ্রাবির প্রধান শিক্ষক মোশারেফ হোসেন, সাংবাদিক মুহাম্মদ নিজাম উদ্দিন সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় বক্তাগণ তাদের বক্তব্যে বলেন এ দিন বাংলাদেশের ইতিহাসে একটি উজ্জ্বলতর দিন। এ দিনে জন্ম নিয়েছে পৃথিবী ইতিহাসের একজন মহিয়সী নারী। যিনি নিজের জীবনকে তুচ্ছ করে লড়াই সংগ্রাম শেষে দেশে গণতন্ত্রকে দিয়েছেন প্রাতিষ্ঠানিক রুপ। দেশকে নিয়ে যাচ্ছেন উন্নতির চরম শিখরে। যিনি বিশে^র প্রভাবশালী রাষ্ট্রনায়কদের মধ্যে অন্যতম একজন। তিনি আমাদের জাতির পিতার যোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আলোচনা সভা শেষে চিত্রাংকন প্রতিযোগীতায় বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়।