মো. নাঈমুজ্জামান নাঈম, কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কোভিড-১৯ পরিস্থিতিতে দীর্ঘ ৫৪৪ দিন বন্ধ শেষে দেশের প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া হয়েছে। তাই স্কুল খোলার প্রথম দিনে বিভিন্ন বিদ্যালয় পরিদর্শন করেছেন কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুবাইয়াৎ ফেরদৌসী।
রবিবার (১২ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত ঘুরে ঘুরে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেন এ ইউএনও।
পরিদর্শনকালে তিনি শিক্ষার্থী ও শিক্ষকদের উদ্দেশ্যে শিক্ষা প্রতিষ্ঠান খোলার সরকারি বিধিনিষেধ সঠিকভাবে মানার পরামর্শ দেন।
উপজেলা শিক্ষা অফিসার মো. কবিরুল ইসলাম ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আলতাফ হোসেন বলেন ১২ সেপ্টেম্বর রবিবার থেকে ক্লাস হবে কেবল ৩য়, ৫ম ও ১০ম শ্রেণির শিক্ষার্থী, এসএসসি-২১ ও এসএসসি-২২ এবং এইচএসসি পরীক্ষার্থীদের। আর বাকিদের জন্য স্কুলে আলাদা আলাদা রুটিন তৈরি করা হয়েছে । তারা বলেন স্কুলগুলোতে স্বাস্থ্যবিধি রক্ষা, শিক্ষক-শিক্ষার্থীদের মাস্ক পরা ও হাত ধোয়া নিশ্চিতে নেয়া হয়েছে নানা ব্যবস্থা।
সরেজমিনে গিয়ে দেখা যায় সকাল থেকে কুলিয়ারচর উপজেলার বিভিন্ন স্কুল-কলেজ ও মাদ্রাসায় শুরু হয়েছে ক্লাস। সরকারের নির্দেশনা পালন করে শিক্ষার্থীদের ক্লাসে প্রবেশ করানো হচ্ছে। যথাযথ স্বাস্থ্যবিধি মানার সব নিয়ম মানছেন তারা।