মুহাম্মদ নিজাম উদ্দিন, রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগতি উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক জেলা পরিষদ সদস্য মেজবাহ উদ্দিন ভিপি হেলালকে রাজধানীর মিরপুর থেকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে তাকে মিরপুরের নিজ বাসা থেকে আটক করে ঢাকা মহানগর মেট্রোপলিটন পুলিশের একটি দল। মেজবাহ উদ্দিন ভিপি হেলালের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোন মামলা না থাকলেও উপজেলার জামায়াত বিএনপি নেতাকর্মীদের হয়রানির অভিযোগ রয়েছে।
মেজবাহ উদ্দিন ভিপি হেলাল পৌর ৭নং ওয়ার্ডের মৃত সিরাজুল ইসলামের ছেলে।
রামগতি থানা অফিসার ইনচার্জ মো. কবির হোসেন জানান, মেজবাহ উদ্দিন ভিপি হেলালকে আটকের খবর পেয়ে রামগতি থানা থেকে পুলিশের একটি দল তাকে আনার জন্য ঢাকায় গিয়ে রাতেই তাকে রামগতি থানায় নিয়ে আসা হয়েছে। রামগতি থানায় তার বিরুদ্ধে দায়ের করা একটি নাশকতার মামলায় আটক দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।