মোহাম্মদ ছাইফ উল্লাহ হেলাল, কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি: উপজেলার মাতাব্বরনগর দারুচ্ছুন্নাত মাদ্রাসা ডিগ্রি পর্যায়ে উন্নীত হওয়ায় মাদ্রাসা মিলনায়তনে ইফতার মাহফিল অনুষ্ঠান ও পরামর্শ সভা অনুষ্ঠিত হয়।
শনিবার (৮ মার্চ) ২০২৫ইং বিকেল ৪ ঘটিকায় মাদ্রাসার হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মাওলানা মো. আলী হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হাজিরহাট কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. দেলোয়ার হোসাইন।
উপাধ্যক্ষ মাওলানা লোকমান হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় চর বসু মডেল উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক জেলা মাধ্যমিক শিক্ষক পরিষদ সভাপতি মিজানুর রহমান মানিক, জেলা ইবতেদায়ী শিক্ষক পরিষদ সভাপতি সাংবাদিক মোহাম্মদ ছাইফ উল্লাহ হেলাল , চরকাদিরা ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেন হিরন হাওলাদার, জামায়াত ইউনিয়ন সাবেক সভাপতি মাওলানা মোহাম্মদ হোসাইন, প্রাক্তন ছাত্র পরিষদ সভাপতি মঈনুদ্দিন প্রমূখ।