মোহাম্মদ জাকির হোসেন, হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের হোসেনপুরে স্বচ্ছ প্রক্রিয়ায় লটারির ড্র অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে ১২ টায় উপজেলা পরিষদ সন্মেলন কক্ষে ইউএনও কাজী নাহিদ ইভার সভাপতিত্বে এ কার্যক্রম সমাপ্ত হয়।
২০২৪-২৫ অর্থ বছরের দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রণালয়ের অধীনে গ্রামীণ রাস্তাসমুহ টেকসই করণের লক্ষ্যে হেরিং বোন বন্ড (এইচবিবি) করণ ২য় পর্যায়ে প্রকল্পের হোসেনপুর উপজেলার প্রাপ্ত ২৫০ টি দরপত্র সমূহের যাচাই-বাচাইের পর বৈধ দরপত্র সমূহের লটারির ড্র অনুষ্ঠিত হয় বলে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোহাম্মদ ইশতিয়াক হোসেন উজ্জ্বল এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান প্রায় ৭৮ লাখ টাকার দরপত্রের জন্য ২৫০ টি দরপত্র জমা হয়। যাচাই-বাছাইয়ে একটি দরপত্র বাতিল হয়। এর মধ্যে লটারিতে বিজয়ী হয় পাকুন্দিয়া উপজেলার মেসার্স ওমর ফারুক এন্টারপ্রাইজ।
এ সময় আরো ও উপস্থিত ছিলেন হোসেনপুর উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান জহিরুল ইসলাম মবিন, উপজেলা বিআরডিবি কর্মকর্তা হামিম রানা, এলজিইডি উপ-সহকারী কর্মকর্তা ইমরান হাসান, অংশগ্রহণ কারী ঠিকাদারী প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী।