মোহাম্মদ জাকির হোসেন, হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের আমান সরকার বাজার সংলগ্ন ইসমাইল মাস্টার এর ছেলে আমেরিকা প্রবাসি নাজমুল আলমের ৩ তলা বাড়ির আশরাফ মঞ্জিলে দুর্ধষ ডাকাতির ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (৭ জানুয়ারি) রাত ২.২০টার দিকে ১০-১২ জনের ডাকাত দল বাড়ির ওয়াল টপকিয়ে সদর দরজা ভেংগে নগদ ৩ লাখ টাকা ও ১০-১২ ভরি স্বর্ণালংকার অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতির অভিযোগ পাওয়া গিয়াছে।
আমেরিকা প্রবাসি নাজমুল আলম এর ভাই তানিম আশরাফি বলেন, ৩ তলা বাড়ির নিচ তলা আমার বাবা-মা ও ২য় তলায় আমি ও আমার স্ত্রী বসবাস করি। মঙ্গলবার রাত আনুমানিক ২টার পর বাড়ির সামনে মাইক্রোবাস থামিয়ে ১০-১২ জনের ডাকাত দল বাড়ির দেওয়াল টপকিয়ে ভিতরে ঢুকে বাড়ির সদর দরজা ভেংগে ঘরে ঢুকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে দ্বিতীয় তলা ও নিচ তলার থাকা নগদ ৩লাখ টাকা ও ১০-১২ ভরি স্বর্ণাংলকার নিয়ে যায় ডাকাত দল।
এ বিষয়ে হোসেনপুৃর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেনের মুঠোফোনে একাধিকবার ফোন দিলে তিনি ফোন ধরেন নাই। পরে হোয়াটঅ্যাপয়ে খুদে বার্তা পাঠিয়ে ও কোন সারা পাওয়া যায়নি।
এ ঘটনায় হোসেনপুর-কটিয়াদি থানার সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ তফাজ্জল হোসেন জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। তদন্ত সাপেক্ষে আসামিদের ধরতে পুলিশ তৎপরতা চালাবে।