ইফরানুল হক সেতু, বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার ঐতিহ্যবাহী সরারচর বাজার, যা একসময় ফতেপুর নামে পরিচিত ছিল, বর্তমানে একটি শক্তিশালী সিন্ডিকেটের দখলে। দুই শতাধিক বছরের প্রাচীন এই বাজার ব্রিটিশ ও পাকিস্তান আমল থেকেই বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলে বাণিজ্যের কেন্দ্র হিসেবে পরিচিত ছিল। স্বাধীনতার পরও এটি দেশের অন্যতম প্রধান গরুর হাট হিসেবে জনপ্রিয়তা ধরে রাখে।
তবে গত এক দশকেরও বেশি সময় ধরে বাজার ইজারা প্রক্রিয়ায় চরম অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠছে, বিশেষ করে বাজিতপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন আহমেদ ও তার ঘনিষ্ঠ সহযোগীদের বিরুদ্ধে।
স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ জনগণের অভিযোগ, ২০১২ সাল থেকে মহিউদ্দিন আহমেদ ক্ষমতার অপব্যবহার করে বাজার ইজারার একচ্ছত্র নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে চলতি ১৪৩১ বাংলা সনের জন্য বাজারটি মাত্র ৪৩ লাখ টাকায় ইজারা নেওয়া হয়েছে, যেখানে এর প্রকৃত মূল্য কোটি টাকার বেশি।
সিন্ডিকেটের কারণে অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান ইজারার সিডিউল জমা দিতে পারেননি।ফলে সরকার প্রতিবছর বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে।বাজারের গরুর হাটের ভেতরে নিয়ম ভেঙে ৮৪টি দোকান নির্মাণ করা হয়েছে।
এসব দোকান বার্ষিক ১২ হাজার থেকে ১ লাখ ২০ হাজার টাকায় ভাড়া দেওয়া হচ্ছে।সিন্ডিকেটের দখলে থাকা দোকানগুলোর মোট আয় প্রায় অর্ধকোটি টাকা, যা সরকারি কোষাগারে জমা পড়ার কথা থাকলেও ব্যক্তি-স্বার্থে লুটপাট হচ্ছে।
একজন কাপড় ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে বলেন “আমরা বাধ্য হয়ে বেশি ভাড়া দিচ্ছি, কারণ বাজারের নিয়ন্ত্রণ এক ব্যক্তির হাতে। সরকারি জায়গা ব্যবহার করেও আমরা সরকারি কোনো সুবিধা পাই না।” সরারচর বাজারের অনিয়ম নিয়ে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভ বিরাজ করছে।
বাজিতপুর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম লিংকন বলেন, “মহিউদ্দিন আহমেদ ও তার সহযোগীরা রাজনৈতিক প্রভাব খাটিয়ে বছরের পর বছর বাজারের নিয়ন্ত্রণ ধরে রেখেছেন। তারা অবৈধ দোকান নির্মাণ, হাট সাব-লিজ এবং নানা অনিয়মের মাধ্যমে কোটি কোটি টাকা আত্মসাৎ করছেন।” এ বিষয়ে জানতে মহিউদ্দিন আহমেদের মোবাইলে একাধিকবার যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি।
বিষয়টি নিয়ে বাজিতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারাশিদ বিন এনাম বলেন “বাজার ইজারায় অতীতে দলীয় প্রভাব খাটানোর অভিযোগ এসেছে। তবে ২০২৪ সালের নতুন নীতিমালার কারণে এখন সর্বোচ্চ দরদাতা ইজারা পাবে।” সরকারি জমিতে অবৈধ দোকান নির্মাণ প্রসঙ্গে তিনি জানান “এটি বেআইনি এবং প্রশাসন দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।”
সরারচর বাজারকে সিন্ডিকেটের দখল থেকে মুক্ত করতে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ জনগণ। বাজার ইজারা প্রক্রিয়া স্বচ্ছ করতে হবে।সরকারি জমিতে অবৈধ দোকান নির্মাণ ও দখলদারদের উচ্ছেদ করতে হবে। বাজার থেকে আদায়কৃত প্রকৃত রাজস্ব যেন সরকারি কোষাগারে জমা পড়ে, তা নিশ্চিত করতে হবে। সরারচর বাজারের ঐতিহ্য রক্ষায় এখনই কার্যকর ব্যবস্থা না নিলে এটি পুরোপুরি স্বার্থান্বেষী গোষ্ঠীর দখলে চলে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে।