১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ ২৭শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ সকাল ১০:৩৮ বুধবার
  1. আন্তর্জাতিক
  2. কমলনগর উপজেলা
  3. কিশোরগঞ্জ জেলা
  4. খেলাধুলা
  5. চট্টগ্রাম জেলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. নারী ও শিশু
  9. নেত্রকোনা জেলা
  10. নোয়াখালী জেলা
  11. ফরিদগঞ্জ
  12. ফেনী জেলা
  13. বিনোদন
  14. ভোলা জেলা
  15. ময়মনসিংহ জেলা

রামগতি পৌরসভায় ৭শ টয়লেট নির্মাণে বেপরোয়া লুটপাট

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
জানুয়ারি ৩১, ২০২৫ ১২:২৪ পূর্বাহ্ণ

মুহাম্মদ নিজাম উদ্দিন, রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি: পুরাতন ইট খোয়া দিয়ে যেনতেন ভাবে টয়লেট নির্মাণ করে গেছে ঠিকাদার। রিং বসানোর আগেই বেশীরভাগ ভেঙ্গে গুড়ি হয়ে গেছে আর পাশে রিং দিয়ে বানানো টাংকিতে দেয়া হয়নি পাইপ সংযোগ। এছাড়া পানি উঠানোর জন্য বরাদ্দকৃত বৈদ্যুতিক মটর দিয়ে গেছে পানি পাম্প বসিয়ে সংযোগ স্টেকহোল্ডার করে নেয়ার জন্য। কথাগুলো বলেন পৌরসভার ৪নং ওয়ার্ডের বাসিন্দা ও টয়লেট বরাদ্দ পাওয়া সুফলভোগী আবদুস ছালামের স্ত্রী ফাতেমা বেগম।

স্থানীয় সরকার পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের অধীনে দেশের ৩০টি পৌরসভায় পানি সরবরাহ ও স্যানিটারী (বিএমডব্লিউএসএসপি) প্রকল্পের আওতাভূক্ত জনস্বাস্থ্য প্রকৌশলীর তত্ত্বাবধানে লক্ষ্মীপুরের রামগতি পৌরসভায় ইমপ্রুভ্ড হাউজহোল্ড টয়লেট নির্মাণ প্রকল্পের অধীনে গৃহ ভিত্তিক ৭শ’ আধুনিক টয়লেট নির্মাণ করা হচ্ছে।

কার্যাদেশ সূত্রে জানা যায়, সিডিউল মোতাবেক প্রতিটি টয়লেট নির্মানের শুরুতে ৩ ইঞ্চি সিসি ঢালাই, ১০রদ্দার ইটের গাঁথুনি প্রতি রদ্দায় ৪৫টি ইট, ৫ ইঞ্চির দেয়াল ৭ফুট, ছাদে ৪ফুট ২ইঞ্চি ও ৬ফুট ২ ইঞ্চির ২৬ পিচ রড দিয়ে ৩ইঞ্চি পুরুত্বের ঢালাই, ১২টি রিং স্লাব, ১টি ৩শ লিটারের পানির টাংকি ও হাফ ঘোড়া বেদ্যুতিক মটর এর সমন্বয়ে প্রতিটি টয়লেট নির্মাণ ব্যায় ৭০ হাজার ৩ শত টাকা বরাদ্দে কার্যাদেশ পায় স্বংশ্লিষ্ট ঠিকাদারী প্রতিষ্ঠান।

এরই প্রেক্ষিতে শামীম এন্টার প্রাইজ, একতা ট্রেডার্স, মুক্তা এন্টারপ্রাইজ, তরুন এন্টার প্রাইজ, ফাতেমা এন্টার প্রাইজ সহ প্রায় ১৫ টি ঠিকাদারী প্রতিষ্ঠান কার্যাদেশ পায়। কিন্তু এসব টয়লেট নির্মাণকাজ প্রকৃত ঠিকাদার আড়ালে থেকে কমিশনে কাজ করাচ্ছেন তাদের সিন্ডিকেটের অন্যলোক দিয়ে। প্রতিটি টয়লেটের বিপরীতে ৭০ হাজার ৩ শত টাকা বরাদ্দ থাকলেও দায়সারা ভাবে করা হচ্ছে কাজ। ঠিকাদার থেকে সাব ঠিকাদার কাজ নিচ্ছেন ৩০/৩৫ হাজার টাকায়। ফলে স্টেকহোল্ডাররা সিডিউল মোতাবেক মানসম্মত টয়লেট পাচ্ছেনা। “যেন দেখার কেউ নেই চলছে ভয়াবহ দুর্নীতি আর লুটপাট। প্রকল্পটি যেন কিছু লোকের হালুয়া রুটি আর লুটেপুটে নিয়ে ভোগ বিলাসের জন্য বাস্তবায়ন করা হচ্ছে”। মুক্তা এন্টার প্রাইজ, তরুন এন্টার প্রাইজ সহ কয়েকটি ঠিকাদারী প্রতিষ্ঠানের নামে পাওয়া টয়লেট নির্মাণকাজ সাব ঠিকাদার হিসেবে বাগিয়ে নিয়ে কাজ করছেন স্থানীয় বেশ কয়েকজন রাজমেস্তরী। এদের মধ্যে যথাক্রমে দিদার মেস্তরী-৫০টি, জসিম-৪০টি, ইউসুফ-৩০টি, সাইফুল-১২টি, কামাল-১২টি ও বেলাল মেস্তরী-১২টির কাজ করছেন। এর বাইরে অন্য টয়লেট কাজ কোন ঠিকাদার পেয়েছে জানতে চাইলে উপ-সহকারী প্রকৌশলী তানভির হোসেন তথ্য দিতে রাজি হয়নি।

এ প্রকল্পের অধীনে পৌরসভায় মোট কতটি টয়লেট বরাদ্দ করা হয়েছে আর এর মধ্যে কতটি বাস্তবায়ন করা হয়েছে তার সঠিক তথ্য জানার জন্য উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল কার্যালয়ে কিংবা পৌরসভা কার্যালয়ে বেশ কয়েকবার যোগাযোগ করেও সঠিক তথ্য পাওয়া যায়নি। অভিযোগ রয়েছে, মাঠ পর্যায়ে নেই কোন ধরনের তদারকি। ঠিকাদারী প্রতিষ্ঠান এবং জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী তানভির যেন জোড়ের ভাই। অফিসে বসে কমিশন বাণিজ্য করে অফিসার ঠিকাদার ও মেস্তরীরা মিলেমিশে লুট করছে।

সপ্তাহ খানেক ধরে ৩০টিরও বেশী স্টেকহোল্ডারের বাড়ীতে অনুসন্ধানে দেখা যায়, পৌরসভায় এ পর্যন্ত যে সমস্ত গৃহভিত্তিক টয়লেট নির্মাণ করা হয়েছে তার সবগুলোতে পুরাতন ব্যবহৃত খোয়া ও নিন্মমানের উপকরণ ব্যাবহার করা হয়েছে। এছাড়া নির্মানকালে গৃহস্তের কাছ থেকে নেয়া হয়েছে ২-৩ বস্তা করে সিমেন্ট । মটরের জন্য পানির পাম্প না বসিয়ে শুধুমাত্র মটরটি গৃহস্থকে ধরিয়ে দিয়েই তারা খালাস। ৩শ’লিটারের পানির টাংকি দেয়া অখ্যাত কোম্পানীর ও নিন্মমানের। বেশীরভাগ টয়লেটে সিসি ঢালাই করা হয় নাই। পৌর ১নং ওয়ার্ডের পুটানি বাড়ীর হাসান, মুসলিম হেলাল ও গোপি মোহন, ২নং ওয়ার্ডের প্রভাত পন্ডিতের বাড়ীর প্রানোত্তম, একই ওয়ার্ডের মরনী মাষ্টার বাড়ীর রূপম দাস ও প্রবেশ্বর দাস, পৌরসভার ৭নং ওয়ার্ডের খাতির মাগো বাড়ী, ৪নং ওয়ার্ডের চৌকিদার বাড়ী, ৩নং ওয়ার্ডের মনাফের বাড়ীসহ অসংখ্য সুফলভোগীদের বাড়ী গিয়ে দেখা যায়, সবগুলো কাজ করা হয়েছে অত্যন্ত দায়সারা ভাবে। নির্মাণকালীন শ্রমিকদের ভাত খাওয়াতে ও সিমেন্ট সহ কিছু উপকরণ দিতে বাধ্য করা হয়েছে সুফলভোগীদের।

এ সময়, সংক্ষুব্দ সুফলভোগী হাসান, জয়ারানী সহ অনেকে জানায়, সরকারী বরাদ্দ পাওয়া টয়লেটগুলো নির্মাণে ঠিকাদাররা তাদের মনগড়া কাজ করছে। মাত্র ৬ব্যাগ সিমেন্ট, পঁচা ইট এবং সিসি ঢালাই ছাড়া রড কম দিয়ে ছাদ ঢালাই দিয়ে কাজ করছে। অধিকাংশ জায়গায় রিং স্লাবগুলো বসানোর সময় ভেঙ্গে গেলে সেগুলো সিমেন্ট দিয়ে কোনমতে জোড়া লাগিয়ে বসিয়ে দেয়া হয়। প্রতিবাদ করলেও ঠিকাদার কোন পাত্তা দেয়নি। কাজের গোড়ায় কোন সরকারী কর্মকর্তাকেও দেখেনি তারা।

নাম প্রকাশে অনিচ্ছুক পৌরসভার এক কর্মচারী জানান, দুর্নীতিবাজ জনস্বাস্থ্য কর্মকর্তা তানভির ও স্বংশ্লিষ্ট ঠিকাদারী প্রতিষ্ঠানের যোগসাজসে পরিত্যক্ত রাস্তার পুরাতন বিটুমিনযুক্ত খোয়া ও নিন্মমানের উপকরণ ব্যবহার করে নির্মাণ করা হচ্ছে টয়লেট। এ নিরাপদ আধুনিক টয়লেট নির্মাানের নামে চলছে লুট আর দুর্নীতির মহোৎসব। বিষয়টির তদন্ত হওয়া দরকার বলে জানান তিনি।

এ বিষয়ে জানতে চাইলে একতা ঠিকাদারী প্রতিষ্ঠানের মালিক ডাক্তার হেলাল বলেন, আমি ১৪টি টয়লেট নির্মাণের কাজ করছি। কোন অনিয়ম করিনি। তবে অন্য ঠিকাদাররা অফিস ম্যানেজ করে মাত্র ৬ব্যাগ সিমেন্ট এবং মানহীন ইট, সিসি ঢালাই ছাড়া কাজ করেছে। এতে তারা মাটির নীচে ১০ ইঞ্চি গাথনি না দিয়ে ৩ থেকে সাড়ে ৩শ ইট চুরি করছে। একাধিক স্থানে টয়লেট নির্মাণ করার পর তা ভেঙ্গে পড়েছে বলে জানান তিনি।

একইভাবে অন্য ঠিকাদারী প্রতিষ্ঠানের বিপরীতে কমিশনে কাজ করা দিদার, জসিম, ইউসুফ, সাইফুল ও কামাল জানান, ঠিকাদারের হয়ে নিয়ম অনুযায়ী কাজ করছেন তারা। উপজেলা প্রকৌশলী নিয়মিত দেখভাল করছেন। কাজে কোন অনিয়ম হচ্ছেনা।

এ বিষয়ে মুক্তা এন্টার প্রাইজ এর স্বত্ত্বাধিকারী মো. রিপন বলেন, আমাদের লাইসেন্সে কাজ নিয়েছে তারা, কাজের বিষয়ে তেমন কোন কিছু জানিনা। অনিয়মের বিষয়ে আমাকে প্রকৌশলী অবগত করেছেন।

উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী তানভির হোসেন জানান, উর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ব্যতিরেকে কোন তথ্য দেয়া যাবে না। তবে এ প্রকল্পে ৭শত টয়লেট অনুমোদন করা হয়েছে। এরমধ্যে ১শ ৫০টি নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। চলমান রয়েছে ৩শ ৭০টি।

উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) ঝন্টু বিকাশ চাকমার মুঠোফোনে একাধিকবার ফোন করলেও তিনি রিসিভ করেননি।

জেলা জনস্বাস্থ্য প্রকৌশলী বিলকিছ আক্তার জানান, অনিয়মের বিষয়টি জানানোর জন্য ধন্যবাদ। সরজমিন তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

Please follow and like us:
error0
Tweet 20
fb-share-icon20

সর্বশেষ - কমলনগর উপজেলা

আপনার জন্য নির্বাচিত