মুহাম্মদ নিজাম উদ্দিন, রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি: রূপালী ইলিশের বংশবিস্তার ও উন্নয়নে আগামী দুই মাস মেঘনার অয়ভয়াশ্রমে বন্ধ থাকবে সকল ধরনের মাৎস্য আহরণ। মেঘনা নদীর চাঁদপুরের ষাটনল থেকে লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চর আলেকজান্ডার পর্যন্ত ১০০ কিলোমিটার এলাকাকে ইলিশ প্রজননের জন্য অভয়াশ্রম ঘোষনা করেছে সরকার। এজন্য মার্চ ও এপ্রিল এ দুইমাস নদীতে যে কোনো ধরনের জাল ফেলে মাছ ধরা, মজুদ ও পরিবহন করা সম্পুর্ণ নিষেধ এবং দন্ডনীয় অপরাধ হিসেবে ঘোষনা করা হয়েছে। পাশাপাশি নদীতে জাল ফেলা ও মাছ ধরা হতে বিরত থাকা জেলেদেরকে প্রতিমাসে জনপ্রতি ৪০ কেজি করে জেলে ভিজিএফ এর চাল দেওয়ার ব্যবস্থা করেছে সরকার।
এ নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা নদীতে ইলিশের পোনা ‘জাটকা ইলিশ ধরার মহোৎসব চলছে। সবচেয়ে ভয়ংকর ব্যাপার হচ্ছে এ নিষেধাজ্ঞার মধ্যে সমুদ্র ও নদীর দানব হিসেবে খ্যাত বিহুন্দি জাল দিয়ে প্রকাশ্য দিবালোকে নদীতে জাল ফেলে মাছ ধরা হচ্ছে এবং স্থানীয় মাছঘাট ও হাটবাজারে এসব জাটকা ইলিশ কেনাবেচা চলছে।
অভিযোগ রয়েছে, সহকারী মৎস্য কর্মকর্তা মো. নিজাম উদ্দিনের মধ্যস্থতায় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৌরভ-উজ জামানের নিরবতায় জেলেরা নির্ভয়ে নদীতে নিষিদ্ধ জাল ফেলে মাছ শিকার করছে। প্রতিদিন সন্ধায় সহকারী মৎস্য অফিসার নিজাম সকল পয়েন্ট থেকে কালেকশান করেন মাশোয়ারা। এতে একদিকে সরকারি নিষেধাজ্ঞা অমান্য হচ্ছে অন্যদিকে ইলিশ উৎপাদনের লক্ষ্যমাত্রা ব্যাহত হয়ে ইলিশের ভরা মৌসূমে মেঘনা নদীতে ইলিশ সংকটের আশংকা করা হচ্ছে। স্থানীয়রা এব্যাপারে জেলা টাস্কফোর্সের জরুরি হস্তক্ষেপ কামনা করছেন।
সরজমিন, উপজেলা পরিষদের সামনে, সেন্টারখাল মাছঘাট, আসলপাড়া লঞ্চঘাট, বয়ারচর,টাংকি এলাকা, ওছখালী গাবতলী, চর গজারিয়া হুজুরের খাল ও ওয়াপদাবাজার মাছঘাট এলাকা ঘুরে দেখা গেছে, নিষেধাজ্ঞা অমান্য করে জেলেরা নদীতে অনেকটা উৎসবমুখর পরিবেশে ২-৫ ইঞ্চি সাইজের ইলিশের পোনা ‘জাটকা আহরণ করছে। সকল ধরনের জাল ফেলা নিষিদ্ধের এ সময়ে জেলেরা কারেন্ট জাল, খরচি জাল, সমুদ্রের দানব বাধা জাল ব্যবহার করে বিভিন্ন প্রজাতির মাছের রেণুপোনা ধরছে এবং বিনষ্ট করছে।
মোহাম্মদপুর তেগাছিয়া এলাকার জেলে খালেক মাঝি, সফিক মাঝি সহ কয়েকজন জানান, আড়ৎদারদের দাদনের টাকা ও বিভিন্ন দায়-দেনার চাপে তারা নদীতে জাল ফেলতে বাধ্য হচ্ছেন। তাছাড়া নদীতে প্রশাসনিক হস্তক্ষেপও কম, যে কারণে নির্বিঘ্নে তারা নদীতে মাছ ধরতে পারছে। এসময় শিকার করা ইলিশ, পোয়া ও বিভিন্ন প্রজাতির মাছ নদীপাড়ে ডাক হাকিয়ে বিভিন্ন বেপারি ও স্থানীয়দের মাঝে নির্ভয়ে কেনা-বেচা করতেও দেখা গেছে। আবার প্রকাশ্যে হাট-বাজারে বিক্রিও হচ্ছে মেঘনা নদীতে আহরিত মাছ। এবিষয়ে কোষ্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডার জানান, মৎস সম্পদ রক্ষায় প্রতিনিয়তই নদীতে অভিযান পরিচালনা করা হয়। ইতোমধ্যে অভিযান চালিয়ে কয়েকটি মাছ ধরার নৌকা জব্দ করে জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
জেলে আইডি করে দেয়া ও নানান অনৈতিক সুবিধা দেয়ার বিনিময়ে উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তার নিজাম উদ্দিন দৈনিক বিভিন্ন ঘাট ও পয়েন্ট থেকে মাসোয়ারা আদায়ের বিষয়টি অস্বীকার করেন।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৌরভ-উজ জামান জানান, বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে । নদীতে অভিযান পরিচালনা করে প্রতিদিনই জেলেদের মাছ ধরার নৌকা আটক সহ তাদের ব্যবহত জাল পুড়িয়ে দেয়া হচ্ছে। নদীতে অভিযান পরিচালনার খবর পেয়ে আগে থেকেই জেলেরা সটকে পড়েন। যে কারণে পুরোপুরি অভিযান সফল করা সম্ভব হচ্ছেনা । তাছাড়া অভিযান প্রসঙ্গে তিনি নিরব থাকার অভিযোগটি সত্য নয় বলে দাবি করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ আমজাদ হোসেন নদী ও মাৎস্য সম্পদ সুরক্ষায় কিছু সীমাবদ্ধতার কথা স্বীকার করে অভিযান জোরদার করা হবে বলে জানান।