মুহাম্মদ নিজাম উদ্দিন, রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগতির চর আলগী ইউনিয়নের সুফির বাজার সংলগ্ন নির্মানাধীন সরকারী বহুমূখী বহুতল আশ্রয়কেন্দ্রে কথিত স্কুল ও কলেজের নামে সাইনবোর্ড স্থাপন করে দখল করার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি কর্মী এড: তারেকুল ইসলাম রাকিবের বিরুদ্ধে। একই স্থানে আরেকটি বিদ্যালয় প্রতিষ্ঠার জন্য মুক্তিযোদ্ধা এম এ রবের নেতৃত্বে স্কুল কার্যক্রম শুরু করাকে কেন্দ্র করে এলাকায় চরম উদ্বেগ, উৎকন্ঠা ও উত্তেজনা বিরাজ করছে।
সূত্রে জানা যায়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের অর্থায়নে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের তত্ত্বাবধানে প্রায় ৫ কোটি টাকা ব্যায়ে সাবেক মুজিব কিল্লা বর্তমান প্রস্তাবিত নিস্তার কিল্লায় নির্মাণ করা হচ্ছে আধুনিক সুবিধা সম্বলিত মাল্টিপল বহুমূখী আশ্রয়কেন্দ্র। সেই ভবনের সামনে উপজেলা বিএনপি’র সদস্য সচিব মো. সিরাজ উদ্দিনের জামাতা বিএনপি কর্মী এড: তারেকুল ইসলাম রাকিব জোরপূর্বক রামগতি স্ট্যান্ডার্ড স্কুল এন্ড কলেজ নামের সাইনবোর্ড স্থাপন করেন।
সরজমিন, অভিযোগের সত্যতা যাছাইয়ে বুধবার ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, মুজিব কিল্লা বর্তমানে প্রস্তাবিত নিস্তার কিল্লা নামক প্রকল্পের অধীনে ঘুর্ণিঝড় আশ্রয়কেন্দ্রের দুটি ভবন নির্মাণ কাজ চলছে। আর সেই নির্মানাধীন ভবনের সামনে “রামগতি স্টান্ডার্ড স্কুল এন্ড কলেজ” নামে প্রস্তাবিত একটি শিক্ষা প্রতিষ্ঠানের সাইনবোর্ড স্থাপন করা রয়েছে।
স্থানীয় সুফির বাজার ব্যবসায়ী মো. বেলাল জানান, উপজেলা বিএনপি’র সদস্য সচিব সিরাজ চেয়ারম্যানের জামাতা এড. তারেকুল ইসলাম রাকিব এখানে স্কুলের নামে সাইনবোর্ডটি দিয়েছেন। অপরদিকে মুক্তিযোদ্ধা এমএ রব একই স্থানের দাতা দাবী করে সেখানে একটি স্কুল প্রতিষ্ঠার চেষ্টা করে সে মোতাবেক বিএনপি নেতা সিরাজ চেয়ারম্যানের অপর ভাতিজা জসিম উদ্দিনকে প্রধান শিক্ষক নিযুক্ত করে বাজারে দুটি ঘর ভাড়া নিয়ে “বীর মুক্তিযোদ্ধা এম এ রব চৌধুরী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ” নামে সাইনবোর্ড দিয়ে চলতি বছর জানুয়ারী মাসে যথারীতি ক্লাস চালু করেন। দুই গ্রুপের উদ্দেশ্য একই স্থানে শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনের নামে ভবন নিজেদের দখলে রাখা। এ নিয়ে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
বীরমুক্তিযোদ্ধা এম এ রব চৌধুরী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের প্রধান শিক্ষক মো. জসিম উদ্দিন বলেন, এলাকার কোমলমতি শিশুদের স্বার্থে এ শিক্ষালয়টি প্রতিষ্ঠার চেষ্টা করছি।
বীরমুক্তিযোদ্ধা এম এ রব চৌধুরী বলেন, আমি আশ্রয়কেন্দ্রের এই স্থানের দাতা। আমাকে প্রশাসনের পক্ষ থেকে ভবনটি রক্ষণাবেক্ষনের জন্য দায়িত্ব দেয়া হয়েছে। কিল্লায় আশ্রয়কেন্দ্রের নির্মানাধীন ভবনের কাজ শেষ হলে স্কুল সেখানে স্থানান্তর করা হবে।
এড. তারেকুল ইসলাম রাকিব সাইনবোর্ড স্থাপনের বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, এলাকার স্বার্থে একটি শিক্ষা প্রতিষ্ঠান গড়ার জন্য সাইনবোর্ড লাগিয়েছি।
প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রুহুল আমিন বলেন, ভবনটি সরকারী ভাবে নির্মাণ করা হচ্ছে এখানে কেউ তার ইচ্ছামত কোন ধরনের সাইনবোর্ড লাগাতে পারেনা। এটা সম্পূর্ণ বে-আইনী পদক্ষেপ।