মুহাম্মদ নিজাম উদ্দিন, রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগতিতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের স্কুল, কলেজ এবং মাদ্রাসার প্রতিষ্ঠান প্রধান, ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডির সদস্যদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত।
উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ হল রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ আমজাদ হোসেনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা জামায়াতের নায়েবে আমীর এআর হাফিজ উল্যাহ, উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবদুর রহিম, পৌর জামায়াতের আমীর মাওলানা আবুল খায়ের, উপজেলা বিএনপি’র সভাপতি জামাল উদ্দিন, সদস্য সচিব মো. সিরাজুল ইসলাম, পৌর বিএনপি’র সভাপতি শাহেদ আলী পটু, কামিল মাদরাসার অধ্যক্ষ তৈয়ব আলী, পৌর কাউন্সিলর সৈয়দ মূর্তজা আল আমিন, পৌর কাউন্সিলর দিদারুল ইসলাম খন্দকার, বিভিন্ন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের স্কুল, কলেজ এবং মাদ্রাসার প্রতিষ্ঠান প্রধান, ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডির সদস্য সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় উপস্থিত সকলে মাহমুদা বেগম উচ্চ বিদ্যালয় ও রশিদিয়া উচ্চ বিদ্যালয় সহ বিভিন্ন বিদ্যালয়, প্রতিষ্ঠান ও কলেজে অনাকাঙ্খিত ঘটনার সুরাহা করে সকলে মিলে একটি সুন্দর পরিচ্ছন্ন রামগতি গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।