মুহাম্মদ নিজাম উদ্দিন, রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগতিতে মরহুম শাহে আলী রতন মেম্বার স্মৃতি প্রাইজমানি শর্টপিচ নাইট ক্রিকেট টুর্ণামেন্ট-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
সমবায় গ্রামের আয়োজনে (২০ ডিসেম্বর) শুক্রবার রাতে সমবায় গ্রাম বিআরডিবি ভবনের মাঠে এ ক্রিকেট টুর্ণামেন্ট উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পৌরসভার সাবেক মেয়র শাহেদ আলী পটু, বিশেষ অতিথি ছিলেন সাবেক পৌর কাউন্সিলর সাংবাদিক অপরূপ দাস, তোহফা-ই আইউব মহিলা কলেজের প্রভাষক মো. দিদার উদ্দিন, উপজেলা পল্লি উন্নয়ন অফিসার মো. আজগর হোসেনসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমূখ।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্রনেতা শাহাজাদা প্রিন্স। টুর্ণামেন্টে উপজেলার মোট ১০ টি ক্লাব অংশ গ্রহন করে।
Please follow and like us: