মুহাম্মদ নিজাম উদ্দিন, রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগতির চর রমিজ ইউনিয়নে মুক্তিযোদ্ধার সরকারী ভাবে নির্মাণ করে দেয়া ঘর ও সম্পত্তি জবরদখল করার অভিযোগ পাওয়া গেছে।
জানা যায়, বীরমুক্তিযোদ্ধা মোহাম্মদ আবদুল্যাহ ২০১২ সালে তার মালিকীয় ও দখলীয় চর মেহার মৌজার, জেএল নং-৫১, ২৯৪৬ খতিয়ানের ৬২৪৫, ৬২৫১, ৬২৫২, ৬২৫৩, ৬২৬৯ দাগের অন্দরে বসত বাড়ী সহ মোট ৪৫ শতক জমি তার মেয়ে রাশেদা পারুনাকে হেবা দান দলিল দিয়ে যান। এ দিকে মুক্তিযোদ্ধার সম্পত্তি গ্রাস করার উদ্দেশ্যে রাশেদা পারুনার ভাই আবদুল বাতেন রিয়াজের সাথে যোগসাজসে তার জেঠাতো ভাই মুজাম্মল হকের ছেলে মেশকাত হোসেন নান্নু, নান্নুর ছেলে নিলয়, নাজিমের ছেলে বিজয় এবং মুজাম্মল হকের স্ত্রী শামছুন্নাহার সহ তারা সংঘবদ্ধভাবে সরকারী ভাবে নির্মিত মুক্তিযোদ্ধার ঘর ও সহায় সম্পত্তি গ্রাস করার জন্য মেতে উঠে। গত ফেব্রুয়ারী মাসে পারুনাকে তার ভাইপো জিঠু ও ইমনকে সহ ঘরে তালা দিয়ে আটকে রেখে আগুন দেয়ার চেষ্টা করলে তারা জরুরী সেবায় ৯৯৯ কল করলে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে। এ ঘটনায় রিয়াজ সহ তিন জনের নাম উল্লেখ করে থানায় একটি মামলা রজ্জু করে পারুনা।
দেশে অস্থিতিশীলতার সুযোগে গত ৭আগষ্ট রাতে রিয়াজ, নান্নুরা মিলে পারুনার ঘর দখল করে তাকে ঘর থেকে বের করে দেয়। গত ১১ আগষ্ট রোববার পারুনার বাড়ী থেকে গৃহস্থালির আসবাবপত্র ও ঘরের সমস্ত মালামাল লুটে নেয় নান্নু, নান্নুর ছেলে নিলয়, নাজিমের ছেলে বিজয় এবং মুজাম্মল হকের স্ত্রী শামছুন্নাহার। তাদের দখল ও লুটে বাঁধা দিলে পারুনা ও তার বোন এবং স্বামী সন্তানদের উপর দেশীয় অস্র নিয়ে হামলে পড়ে তারা। তাদের হামলার ফলে পারুনার স্বামী হেলাল উদ্দিনের মাথা ফেটে যায় এবং হাত ভেঙ্গে যায়। এ সময় তাদের হামলায় পারুনার ছোট বোন ফরিদা ইয়াসমিন টুম্পা গুরুতর রক্তাক্ত জখম হয়। স্থানীয়রা পারুনার স্বামী ও আহতদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী সদর হাসপাতাল প্রেরন করে। বর্তমানে হেলাল সেখানে চিকিৎসাধীন রয়েছে।
ভূক্তভোগী রাশেদা পারুনা জানায়, আমি আমার জীবন ও পরিবারের নিরাপত্তা চাই। এ ছাড়া আমার সম্পদ এবং সম্পত্তি পূন:রুদ্ধারের দাবী জানাই।
পারুনার ভাই রিয়াজের কাছে দখল ও হামলার বিষয়ে জানতে চাইলে বলেন, আমার মরহুম পিতার সম্পত্তিতে আমাদের সকলের অংশ রয়েছে। তবে হামলার বিষয়ে কোন সদুত্তর দেননি রিয়াজ।