মুহাম্মদ নিজাম উদ্দিন, রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগতিতে বজ্রপাতে মো. খবির হোসেন জমাদ্দার (৪৬) নামের এক জেলে নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
জানা যায় শনিবার দুপুরে সঙ্গীয় আরো দুজনকে নিয়ে আলেকজান্ডার ইউনিয়নের জনতা বাজার এলাকার অদূরবর্তী মেঘনা নদীতে জেগে উঠা নতুন দ্বীপ চর বালুয়াতে যায় মাছ ধরার জন্য। সেখানে মাছ ধরার সময় সে বজ্রপাতে ঘটনাস্থলে নিহত হয়। অপর দুই সঙ্গী সুস্থ আছেন।
সে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার উত্তর জাঙ্গালিয়া ইউনিয়নের সিন্নিরচর গ্রামের মৃত গণি জমাদ্দার ও ফিরোজা বেগম দম্পতির ছেলে।
খবির তার স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে নিয়ে আলেকজ্ডাার ইউনিয়নের ৫নং ওয়ার্ডের জনতা বাজার এলাকার দক্ষিণ পাশের ছাড়া বাড়ীতে দ্বীর্ঘ জীবন থেকে বসবাস করে আসছে।
আলেকজান্ডার ইউনিয়নের চেয়ারম্যান শামীম আব্বাস ও ইউপি সদস্য দিদার হোসেন বজ্রপাতে জেলের মৃত্যুর বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।