মুহাম্মদ নিজাম উদ্দিন, রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগতিতে ১৭ রমজান ঐতিহাসিক বদর দিবসের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও বিশিষ্ট নাগরিকদের নিয়ে ইফতার মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
উপজেলা জামায়াতের আয়োজনে মঙ্গলবার বিকালে আলেকজান্ডার কামিল মাদ্রাসা হল রুমে এ আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবদুর রহিমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ও কমলনগর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা হুমাউন কবির, বিশেষ অতিথি ছিলেন জেলা বার এসোসিয়েশনের সাবেক সভাপতি এডভোকেট শাহাদাত হোসেন, উপজেলা জামায়াতের সেক্রেটারী আলী মুর্তজা, পৌর জামায়াতের আমীর মাওলানা আবুল খায়ের, পৌর জামায়াতের সেক্রেটারী মাওলানা জাফর আহাম্মদ, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি গোলাম মাওলা, ইসলামী আন্দোলনের উপজেলা সভাপতি মাওলানা কামাল উদ্দিন তাহেরী, জেএসডি সভাপতি মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন, সাংবাদিক রেজাউল হক, সাংবাদিক মুহাম্মদ নিজাম উদ্দিন, সাংবাদিক সারোয়ার মিরন, সাংবাদিক দেলোয়ার হোসেন, ছাত্র সমন্বয়ক লিমন, আদনান, শামীম সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমূখ।