জাকির হোসেন পাটোয়ারী, রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি: রামগঞ্জ ছেলে উপজেলা পরিষদের চেয়ারম্যান আর বাবা লক্ষ্মীপুর জেলা পরিষদ চেয়ারম্যান।
রামগঞ্জ উপজেলা জনসাধারণের কাছে বাবা জেলা পরিষদ এর দুইবার চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মোহাম্মদ শাহজাহান আর ছেলে ইমতিয়াজ আরাফাত জেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. ইমতিয়াজ আরাফাত বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহন করেছেন।
উপজেলা আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মী সহ সাধারণ মানুষের মাঝে পিতাপুত্রকে নিয়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় মুখরিত।
বুধবার চট্রগ্রাম বিভাগীয় কমিশনার কাছে রামগঞ্জ নবনির্বাচিত চেয়ারম্যান পদে মো. ইমতিয়াজ আরাফাত, ভাইস চেয়ারম্যান পদে কামরুল হাসান বিএসসি, মহিলা ভাইস চেয়ারম্যান পদে আমেনা আক্তার বিথী শপথ গ্রহন করেছেন।
বৃহস্প্রতিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন নির্বাচিত জনপ্রতিনিধিরা।
এ সময়ে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা সারমিন ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদ এর চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মোহাম্মদ শাহজাহান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাক্তন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মনির হোসেন চৌধুরী, বীরমুক্তিযোদ্ধা আকম রুহুল আমিন সহ প্রশাসনিক কর্মকর্তা,দলীয় নেতৃবৃন্দ, সাবেক ও বর্তমান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ সাংবাদিক বৃন্দ।