পরিতোষ দাস, মদন (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার মদনে মাছ ধরতে গিয়ে আজিজুল ইসলাম (৪৯) নামের এক কৃষক বজ্রপাতে মারা গেছে। সে উপজেলার জাওলা গ্রামের সাবেক চেয়ারম্যান মজিবুর রহমানের ছেলে।
আজিজুল ইসলামের ছোট ভাই রাসেল জানান, মঙ্গলবার সকালে বাড়ির পেছনের হাওরে মাছ ধরতে গেলে হঠাৎ একটি বজ্রপাত তার শরীলে লাগলে সেখানেই অচেতন হয়ে পড়ে। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে মদন হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মদন থানার ওসি উজ্জ্বল কান্তি সরকার জানান, বজ্রপাতে একজন কৃষক মারা গেছেন এমন সংবাদ পেয়ে ঘটনা স্থলে পুলিশ প্রেরণ করেছি। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হবে।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. শাহ আলম মিয়া জানান, বিষয়টি খুবই দুঃখজনক। যিনি মারা গেছেন উনার পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা করা হবে।
Please follow and like us: