মোহাম্মদ ছাইফ উল্লাহ হেলাল, কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি: বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ভবিষ্যতে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে এদেশে জনপ্রতিনিধি নির্বাচিত হবে। রাজনীতি হলো মানুষের কল্যানের জন্য ও মানুষকে নিয়ে। তাই মানুষের ভালবাসা অর্জন করতে হবে। বিএনপি’র নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, বন্যা আক্রান্ত মানুষের পাশে দাঁড়াতে হবে। তাদের সুখে দুঃখে পাশে থাকতে হবে। তাদের খোঁজ খবর নিতে হবে।
তিনি আরও বলেন আওয়ামী প্রেতাত্মারা মিশে আকাম করতে চাইবে। তাদের কে সেই সুযোগ দেওয়া যাবেনা। বিএনপিতে কোন চাঁদাবাজ ও দখলবাজের স্থান নেই। এটা এখন আর চাঁদাবাজ আর দখলবাজদের বাংলাদেশ নই। যা ইচ্ছে তাই করার দিন শেষ। রাজনীতিতে গুণগত পরিবর্তনের সময় এসেছে। বিএনপ ‘র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমি এখানে (কমলনগর) এসেছি। আমরা বন্যা কবলিত মানুষের পাশে থাকবো।
তিনি শনিবার সকালে লক্ষ্মীপুরের কমলনগরের চরকাদিরা ইউনিয়নের ফজুমিয়ারহাট বাজারে বন্যা কবলিত এলাকায় ত্রাণ বিতরণ পূর্বে এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
কমলনগর উপজেলা বিএনপি’র আহবায়ক গোলাম কাদেরের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন, দলটির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী, লক্ষ্মীপুর জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দীন সাবু, বিএনপি’র কেন্দ্রীয় সহ শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ও লক্ষ্মীপুর-৪ রামগতি-কমলনগর আসনের সাবেক সাংসদ এবিএম আশরাফ উদ্দিন নিজান,লক্ষ্মীপুর জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক এডভোকেট হাসিবুর রহমান, কমলনগর উপজেলা বিএনপি’র সদস্য সচিব নুরুল হুদা চৌধুরী, যুগ্ম আহবায়ক এম দিদার হোসেন প্রমুখ।
শনিবার দুপুরে আমীর খুসরু মাহমুদ চৌধুরী কমলনগরে ত্রাণ বিতরণ শেষ করে রামগতি উপজেলার চরপোড়াগাছা ইউনিয়নে বন্যা কবলিত এলাকায় ত্রাণ বিতরণ ও স্থানীয় আজাদনগর বাজারে সুধী সমাবেশে বক্তব্য রাখেন।