ইফরানুল হক সেতু, বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: বাজিতপুর উপজেলা রিপোর্টার্স ক্লাবের আয়োজনে এক বিশেষ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার ২০’ই মার্চ জহুরুল ইসলাম মেডিকেল কলেজের ক্যন্টিনের কনফারেন্স হল রুমে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারশীদ বিন এনাম। এছাড়া আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সত্যজিত কুমার ঘোষ (বাজিতপুর সার্কেল), বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ হোসেন, জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. বাহারউদ্দিন ভূইয়া, বাজিতপুর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট তৌহিদ ফাত্তাহ, বাজিতপুর দেওয়ানী চৌকি আদালতের সহকারী কৌশলী এডভোকেট আব্দুর রহিম রেজু, এডভোকেট শাহদাত হোসেন ফাল্গুন, প্রবাসী ও সমাজসেবক আলহাজ্ব মুহাম্মদ ওয়াছ ভূঁইয়া, বিশিষ্ট ব্যবসায়ী আমিনুল ইসলাম সুজনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
প্রধান অতিথি ফারশীদ বিন এনাম বলেন, “রিপোর্টার্স ক্লাবের এমন আয়োজনে আমি মুগ্ধ। তাদের আতিথেয়তা সত্যিই প্রশংসনীয় এবং আজীবন মনে রাখার মতো।”
অতিরিক্ত পুলিশ সুপার সত্যজিত কুমার ঘোষ ওসি মুরাদ হোসেন এবং ডাঃ বাহারউদ্দিন ভূঁইয়া সাংবাদিকদের পাশে থাকার আশ্বাস দেন এবং এই আয়োজনের প্রশংসা করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রিপোর্টার্স ক্লাবের সভাপতি মো. খলিলুর রহমান, এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ মানিক।
শেষে দেশের শান্তি, সমৃদ্ধি ও সাংবাদিকদের সুস্বাস্থ্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।