মো. মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার ৫নং বুরুদিয়া ইউনিয়ন পরিষদের ২০২৪-২৫ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ জুন) ২০২৪ দুপুরে ইউনিয়ন পরিষদ চত্ত্বরে এ বাজেট ঘোষণা করা হয়। উন্মুক্ত বাজেট সভায় সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান মোহাম্মদ নাজমুল হুদা রুবেল। বাজেট উপস্থাপন করেন ইউপি সচিব রুমা হক। এতে বরাদ্দকৃত অর্থ ইউনিয়ন পরিষদের রাজস্ব ও উন্নয়ন খাত থেকে আয় দেখানো হয়েছে ৩ কোটি ২ লক্ষ ৩৮ হাজার ৭২৭ টাকা। উন্নয়ন তহবিল খাত দেখোনো হয়েছে ২ কোটি ৭৬ লক্ষ ৯৭ হাজার ১২৭ টাকা। নিজস্ব তহবিল থেকে আয় দেখানো হয়েছে ২৫ লক্ষ ৪১ হাজার ৭০০ টাকা।
এই ইউপি সদস্য ইমাম হোসেন, জিল্লুর রহমান, আলামিন, মো. রতন মিয়া, আমেনা ছিদ্দিক, আবদুল হালিম, সদস্যা ফেরদৌসী বেগম, তাছলিমা আক্তার সহ গ্রাম পুলিশ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।