১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ ২৭শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ বিকাল ৪:৫৯ বুধবার
  1. আন্তর্জাতিক
  2. কমলনগর উপজেলা
  3. কিশোরগঞ্জ জেলা
  4. খেলাধুলা
  5. চট্টগ্রাম জেলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. নারী ও শিশু
  9. নেত্রকোনা জেলা
  10. নোয়াখালী জেলা
  11. ফরিদগঞ্জ
  12. ফেনী জেলা
  13. বিনোদন
  14. ভোলা জেলা
  15. ময়মনসিংহ জেলা

পাকুন্দিয়ায় মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলার সমাপ্তি

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
মার্চ ২৪, ২০২২ ১১:৩৮ অপরাহ্ণ

মো. মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি: বঙ্গবন্ধুর ১০২তম জন্মবার্ষিকী উপলক্ষে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ৭দিন ব্যাপি মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলা সমাপ্ত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) দুপুরে আনুষ্ঠানিক ভাবে এ মেলার সমাপ্তি ঘোষণা করেন উপজেলা প্রশাসন। উপজেলা পরিষদ চত্ত্বরে এ মেলায় বিভিন্ন সরকারী-বেসরকারী দপ্তরের ৪২টি স্টল অংশগ্রহণ করে।

এসব স্টলের সাজসজ্জা ও কার্যক্রমের ওপর ভিত্তি করে তিন ক্যাটাগরিতে যৌথ ভাবে ছয়টি স্টলকে পুরস্কৃত করা হয়েছে। উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসকে প্রথমস্থান ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর, উপজেলা মৎস্য অফিসকে দ্বিতীয়স্থান এবং উপজেলা কৃষি অফিস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসকে যৌথ ভাবে তৃতীয়স্থানের পুরষ্কার প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার রোজলীন শহীদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া-কটিয়াদী) আসনের জাতীয় সংসদ সদস্য নূর মোহাম্মদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রেনু, পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. নাহিদ হাসান সুমন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শামছুন্নাহার, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মিছবাহ উদ্দিন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আনোয়ার হোসেন, আবাসিক মেডিকেল অফিসার. ডা. মো. রেজাউল কবির কাওসার, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. কাউসার মিয়া, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এসএম সাইফুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা, আবদুল আজিজ আকন্দ, মহিলা বিষয়ক কর্মকর্তা স্বপন কুমার দত্ত প্রমুখ।

Please follow and like us:
error0
Tweet 20
fb-share-icon20

সর্বশেষ - কমলনগর উপজেলা