মো. মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পুলিশ-বিএনপি-আ’লীগের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা-ধাওয়া ও থেমে থেমে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে পৌরসদরের সৈয়দগাঁও চৌরাস্তা এলাকায় এ ঘটনার সূত্রপাত ঘটে। পরে পৌরসদরের চরফরাদী নামা বাজার টিএনটি রোড ও মলংশাহ মাজার এলাকায় পুলিশ-বিএনপি-আ’লীগের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেও থেমে থেমে এ সংঘর্ষ চলে চার ঘন্টাব্যাপি। পরিস্থিতি নিয়ন্ত্রনে ও নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে অতিরিক্ত পুলিশসহ পাকুন্দিয়া থানা পুলিশ টিয়ারসেল, রাবার বুলেট ও লাঠিচার্জ করে। চার ঘন্টা ব্যাপি সংঘর্ষে পাকুন্দিয়া পৌরসদরসহ আশপাশ এলাকায় রণক্ষেত্রে পরিণত হয়। আতংক ছড়িয়ে পড়ে চারদিকে। ব্যবসায়ীরা এ সময় দোকানপাট বন্ধ করে দেয়।
এদিকে উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপি’র বিক্ষোভ মিছিলের প্রতিবাদ জানিয়ে পৌরসদর বাজারে দফায় দফায় প্রতিবাদ মিছিল করে।
জানা যায়, বিএনপির কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে নিত্যপন্যসহ তেল, গ্যাস ও পেট্রোলের লাগামহীন মূল্য বৃদ্ধি ও ভোলায়-নারায়নগঞ্জে দলীয় কর্মী হত্যাকান্ডের প্রতিবাদে পাকুন্দিয়া উপজেলা বিএনপি নেতাকর্মীরা বিক্ষোভ সমাবেশ নিয়ে পৌরসদরের সৈয়দগাঁও চৌরাস্তা এলাকায় জড়ো হতে থাকে। এ সময় পুলিশকে লক্ষ্য করে নেতাকর্মীরা ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। পরে পুলিশ জনগণের জানমাল রক্ষার্থে ও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে টিয়াস সেল, রাবার বুলেট ও লাঠিচার্জ শুরু করে। এতে বিএনপির শতাধিক নেতকর্মীসহ কয়েকজন পুলিশ সদস্য আহত হন। বিকেল ৩টার দিকেও থেমে থেমে এ সংঘর্ষ চলে।
কিশোরগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আল আমিন সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে বলেন, বিএনপি’র সমাবেশ ও বিক্ষোভ মিছিলের অনুমতি ছিল না। তা সত্ত্বেও তারা পৌর সদর বাজারের দিকে মিছিল নিয়ে এলে পুলিশ তাদের গতিরোধ করে। এ সময় বিএনপি’র নেতাকর্মীরা পুলিশের উপর ইটপাটকেল নিক্ষেপ করে। এতে পুলিশের সাথে সংঘর্ষ বাঁধে। পুলিশ সাধারণ জনগণের জানমাল রক্ষার্থে ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে টিয়ার সেল, রাবার বুলেট নিক্ষেপ করে। ইটপাটকেলের আঘাতে অন্তত ১৫/২০জন পুলিশ সদস্য আহত হয়েছেন বলে তিনি জানান।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারোয়ার জাহান বিকেল ৫টার দিকে বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত এবং পুলিশের অনুকুলে রয়েছে। পৌর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। সঠিক কত রাউন্ড রাবার বুলেট ও টিয়ারসেল নিক্ষেপ করা হয়েছে তা এখনও হিসাব করা হয়নি। এ ঘটনায় ১৫জনকে আটক করা হয়েছে এবং মামলা দায়ের প্রস্তুতি চলছে বলে তিনি জানান।
পাকুন্দিয়া পৌর বিএনপির সভাপতি এসএএম মিনহাজ উদ্দিন বলেন, কেন্দ্রিয় বিএনপি’র নির্দেশে পাকুন্দিয়া বিএনপি’র নেতাকর্মীরা শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে। এতে পুলিশ লাঠিচার্জ, গুলি ও টিয়ারসেল নিক্ষেপ করে। এসময় বিএনপির শতাধিক নেতাকর্মী আহত হয়েছেন বলে তিনি জানান।
জেলা আওয়ামী লীগের সদস্য পাকুন্দিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম বলেন, বিএনপি’র নেতকর্মীদের নোংরা রাজনীতি, হামলা ও সন্ত্রাসী কর্মকান্ডকে প্রতিহত করতে গিয়ে আমার দলের কয়েকজন নেতাকর্মী আহত হয়েছে।