মো. মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ২০২২-২০২৩ অর্থ বছরের ‘খরিপ ২০২৩-২০২৪ মৌসুমে রুপা আমন ধানের উচ্চ ফলনশীল (উফসী) জাতের বীজ ব্যবহারের মাধ্যমে আবাদ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১৯ জুন) সকালে পাকুন্দিয়া উপজেলা বঙ্গবন্ধু চত্ত্বরে সার ও বীজ বিতরণ উপলক্ষ্যে সভাপতিত্বে করেন উপজেলা নির্বাহী অফিসার রোজলিন শহীদ চৌধুরী। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রেনু। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার নূরে ই আলম, সম্প্রসারণ অফিসার মো. আব্দুস সামাদ।
পাকুন্দিয়া উপজেলার ৭৫০ জন কৃষকের মাঝে প্রনোদনা প্রদান করা হয়। প্রতিজন কৃষক উফসী রুপা আমন ধানের বীজ ৫ কেজি, ১০ ডিএপি ও ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়েছে।