১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ ২৭শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ দুপুর ১২:৪১ বুধবার
  1. আন্তর্জাতিক
  2. কমলনগর উপজেলা
  3. কিশোরগঞ্জ জেলা
  4. খেলাধুলা
  5. চট্টগ্রাম জেলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. নারী ও শিশু
  9. নেত্রকোনা জেলা
  10. নোয়াখালী জেলা
  11. ফরিদগঞ্জ
  12. ফেনী জেলা
  13. বিনোদন
  14. ভোলা জেলা
  15. ময়মনসিংহ জেলা

পাকুন্দিয়ায় কাভার্ডভ্যান চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
মার্চ ২১, ২০২৪ ৭:২৪ অপরাহ্ণ

মো. মুঞ্জুরুল হক ম্ঞ্জুু, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মালবাহী কাভার্ডভ্যানের চাপায় রিপন মিয়া (৪৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। বৃহস্পতিবার (২১ মার্চ) সকাল ৭টার দিকে পাকুন্দিয়া পৌরসদরের মরুরা এলাকায় এ সড়ক দুর্ঘটনাটি ঘটে। নিহত রিপন মিয়া পাশ্ববর্তী ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার রাজগাতি গ্রামের মৃত সিদ্দিক মিয়ার ছেলে। এ ঘটনায় একই এলাকার রফিক মিয়ার ছেলে মোমেন মিয়া (২২) ও আবদুল আলীর ছেলে মোজাম্মেল হক (৩৫) গুরুতর আহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রিপন তার দুই সঙ্গী মোমেন ও মোজাম্মেলকে সঙ্গে নিয়ে দাদুর জানাযায় অংশ নিতে গাজীপুর থেকে মোটরসাইকেল যোগে ময়মনসিংহের নান্দাইল উপজেলার রাজগাতি গ্রামে যাচ্ছিলেন। পথে পাকুন্দিয়া পৌরসভার মরুরা এলাকায় পৌঁছলে কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা একটি মালবাহী কাভার্ডভ্যান তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এ সময় ঘটনাস্থলেই রিপনের মৃত্যু হয় এবং গুরুতর আহত হন পিছনে থাকা মোমেন ও মোজম্মেল। পরে স্থানীয়রা তাদেরকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কিশোরগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য আহত দুইজনকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়।

পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান টিটু (পিপিএম) ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন।

Please follow and like us:
error0
Tweet 20
fb-share-icon20

সর্বশেষ - কমলনগর উপজেলা