১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ ২৭শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ সকাল ১০:৪২ বুধবার
  1. আন্তর্জাতিক
  2. কমলনগর উপজেলা
  3. কিশোরগঞ্জ জেলা
  4. খেলাধুলা
  5. চট্টগ্রাম জেলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. নারী ও শিশু
  9. নেত্রকোনা জেলা
  10. নোয়াখালী জেলা
  11. ফরিদগঞ্জ
  12. ফেনী জেলা
  13. বিনোদন
  14. ভোলা জেলা
  15. ময়মনসিংহ জেলা

পাকুন্দিয়ায় আ’ লীগের কমিটি বাতিলের দাবীতে তৃণমূল আ’ লীগের প্রতিবাদ সভা

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
মে ২১, ২০২২ ১২:২৯ পূর্বাহ্ণ

মো. মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় জামায়াত-শিবির ও বিএনপি’র নেতাকর্মীদের নিয়ে গঠিত আওয়ামী লীগের আহবায়ক কমিটি বাতিলের দাবীতে তৃণমূল আওয়ামী লীগের (নূর মোহাম্মদ এমপি সমর্থিত) পক্ষ থেকে ফের প্রতিবাদ সমাবেশ করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ মে) বিকাল ৫টার দিকে পাকুন্দিয়া পৌরসদর ঈদগাহে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া-কটিয়াদী) আসনের জাতীয় সংসদ সদস্য সাবেক আইজিপি নূর মোহাম্মদ।

সভায় বক্তারা বলেন, দলের ত্যাগি, পরীক্ষিত নেতাদের এ কমিটি থেকে বাদ দিয়ে নিষ্ক্রিয়, অযোগ্য, অপরিচিত ও জামায়াত-বিএনপির নেতাকর্মীদের দিয়ে এ কমিটি গঠন করা হয়েছে। এতে দলের ভাবমূর্তি মারাত্মক ভাবে বিনষ্ট হয়েছে। এর প্রতিবাদে সম্প্রতি ১০জন সদস্য এ অবৈধ কমিটি থেকে পদত্যাগ করেছেন। দ্রুত এই কমিটি বাতিল করতে দলের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন বক্তারা।

উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য রফিকুল ইসলাম রেনু’র সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহবায়ক মোতায়েম হোসেন স্বপন, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ূন কবির, পাকুন্দিয়া পৌর মেয়র নজরুল ইসলাম আকন্দ, জেলা শ্রমিক লীগের উপদেষ্ঠা আতাউল্লাহ সিদ্দিক মাসুদ, নারান্দী ইউপির সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলাম, বুরুদিয়া ইউপি চেয়ারম্যান নাজমুল হুদা রুবেল, হোসেন্দী ইউপি চেয়ারম্যান হাদিউল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা কৃষকলীগের সাবেক সভাপতি বাবুল আহমেদ।

উল্লেখ্য, গত বছরের ৯ সেপ্টেম্বর কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া-কটিয়াদী) আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট মো. সোহরাব উদ্দিনকে আহবায়ক করে ৬৭ সদস্যদের পাকুন্দিয়া উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির অনুমোদন দেয় জেলা আওয়ামী লীগ। এরপর থেকেই এ কমিটি বাতিলের দাবীতে দফায় দফায় প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ করে আসছে বর্তমান সংসদ সদস্য নূর মোহাম্মদ সমর্থক নেতা-কর্মীরা।

 

Please follow and like us:
error0
Tweet 20
fb-share-icon20

সর্বশেষ - কমলনগর উপজেলা