১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ ২৭শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ বিকাল ৪:৫৮ বুধবার
  1. আন্তর্জাতিক
  2. কমলনগর উপজেলা
  3. কিশোরগঞ্জ জেলা
  4. খেলাধুলা
  5. চট্টগ্রাম জেলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. নারী ও শিশু
  9. নেত্রকোনা জেলা
  10. নোয়াখালী জেলা
  11. ফরিদগঞ্জ
  12. ফেনী জেলা
  13. বিনোদন
  14. ভোলা জেলা
  15. ময়মনসিংহ জেলা

নান্দাইলে অগ্নিকান্ডে বসতবাড়ি পুড়ে ছাই; অর্ধকোটি টাকার ক্ষয়-ক্ষতি

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
ফেব্রুয়ারি ২২, ২০২২ ১১:৫৫ অপরাহ্ণ

মো. শফিকুল ইসলাম, নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইল উপজেলার ৩নং নান্দাইল ইউনিয়নের দাতারাটিয়া গ্রামে এক অগ্নিকান্ডে হানিফ মিয়া নামে কৃষকের বসতবাড়ি পুড়ে ছাই হয়েছে। এতে উক্ত কৃষকের প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়-ক্ষতি সাধিত হয়েছে। মাথার উপর খোলা আকাশই এখন কৃষক পরিবারটির একমাত্র ঠাঁই। পড়নের কাপড় ছাড়া তাদের আর কিছুই রইলনা। সবকিছু হারিয়ে কৃষক হানিফ মিয়া এখন দিশেহারা।

স্থানীয় এলাকাবাসী ও সরজমিন জানাগেছে, কৃষক হানিফ মিয়া দাতারাটিয়া গ্রামের মো. রমজান আলীর পুত্র। গত রোববার দিবাগত গভীর রাত ২টার দিকে তাঁর বাড়িতে এ ভয়াবহ অগ্নিকান্ড ঘটে। এতে বসতবাড়ির গোয়াল ঘরে থাকা ১টি সিন্ধী গাভী, ২টি ষাড় বাছুর ও ১টি রাম ছাগল সহ হাঁস-মুরগী পুড়ে ছাই হয়ে যায়। বসতঘরটি গোয়াল ঘরের গা-ঘেষা থাকায় বসতঘরে আগুন লেগে যায়। পাশের বাড়ির লোকজন আগুন দেখতে পেয়ে ডাক চিৎকার করলে কৃষক পরিবারের লোকজন ঘুম থেকে জাগ্রত হয়। ততক্ষনে আগুন সর্বত্র দাউ দাউ করে জ্বলতে থাকে।

এতে ঘরে থাকা নগদ সাড়ে ৪ লাখ টাকা, ৬ ভরি স্বর্ণালংকার, ধান-চাউল সহ ৫ রুম বিশিষ্ট ষাট হাত লম্বা ঘরের সকল আসবাব পত্র পুড়ে ছাই হয়ে যায়। দ্রুত ফায়ার সার্ভিস স্টেশনে খবর দিলে দুই ঘন্টা প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আসে। তবে ততক্ষনে কৃষক হানিফ মিয়ার বড় ধরনের ক্ষতি হয়ে যায়। একমাত্র সহায় বসতঘর ও সম্বল গবাদী পশু-পাখিগুলো পুড়ে ছাই হয়ে যাওয়ায় সর্বনি:স্ব হয়ে পড়ে কৃষক হানিফ মিয়া। হানিফ মিয়া জানান, সবকিছু মিলিয়ে প্রায় ৬০/৭০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

এবিষয়ে নান্দাইল আসনের সংসদ সদস্য মো. আনোয়ারুল আবেদীন খান তুহিন ও স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. মোশারফ হোসেন কাজল ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি খূবই দু:খ প্রকাশ করেন। তাঁরা বলেন, অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবার যাতে করে সরকারি দান-অনুদান পায় সে ব্যাপারে সার্বিক সহযোগীতা করব।

Please follow and like us:
error0
Tweet 20
fb-share-icon20

সর্বশেষ - কমলনগর উপজেলা