১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ ২৬শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ রাত ১২:০৩ বুধবার
  1. আন্তর্জাতিক
  2. কমলনগর উপজেলা
  3. কিশোরগঞ্জ জেলা
  4. খেলাধুলা
  5. চট্টগ্রাম জেলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. নারী ও শিশু
  9. নেত্রকোনা জেলা
  10. নোয়াখালী জেলা
  11. ফরিদগঞ্জ
  12. ফেনী জেলা
  13. বিনোদন
  14. ভোলা জেলা
  15. ময়মনসিংহ জেলা

ধর্ষণের শিকার শিশু আছিয়ার ধর্ষকদের বিচারের দাবিতে ছাত্রদলের মানববন্ধন

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
মার্চ ১১, ২০২৫ ১২:০০ পূর্বাহ্ণ

মোহাম্মদ ছাইফ উল্লাহ হেলাল, কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় মাগুরায় ৮বছরের শিশু আছিয়ার ধর্ষকদের বিচারের দাবিতে উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলের মানববন্ধনে অনুষ্ঠিত হয়। সোমবার (১০মার্চ) সকালে উপজেলার হাজির হাট উপকূল সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদল মানববন্ধনের আয়োজন করেন।

এসময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক এম দিদার হোসেন, যুবদলের সদস্য এড. ফখরুল ইসলাম, থানা ছাত্রদলের আহবায়ক সাজ্জাদুর রহমান সাজু, সদস্য সচিব জাফর আহমেদ ভুইয়া, যুগ্ম আহবায়ক মাইদুল হাসান শামীম, আব্দুস সাত্তার, মাইন উদ্দিন তালুকদার, মেহেদী হাসান রায়হান, একাদশ শ্রেণীর ছাত্রী মিতু আক্তারসহ প্রমুখ।

ছাত্রী মিতু বলেন, আমরা একটি স্বাধীন সার্বভৌমত্ব দেশে বসবাস করছি, কিন্তু স্বাধীনভাবে বসবাস করতে পারছি না। এদেশে আমার মা-বোনের কোন নিরাপত্তা নেই। প্রতিদিন অহরহ ধর্ষণ, নারী নির্যাতন, নিপীড়ন বেড়েই চলছে। কোন ধর্ষণকারী সঠিক বিচার হচ্ছে না। আমরা চাই ধর্ষক যেই হোক কম সময়ে সঠিক বিচারের দাবি জানাচ্ছি।

উপজেলা ছাত্রদলের আহবায়ক সাজ্জাদুর রহমান সাজু বলেন, দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, খুন, নারীদের হেনস্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এসবের বিরুদ্ধে বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও এবিএম আশরাফ উদ্দিন নিজান সোচ্চার হতে বলেন। আজকের মানববন্ধন থেকে শিশু আছিয়ার ধর্ষকদের দ্রুত বিচার দাবি করছি।

বিএনপি’র যুগ্ম আহবায়ক এম দিদার হোসেন বলেন, মাগুরায় শিশু আছিয়ার ধর্ষকদের দ্রুত বিচারের দাবিতে ছাত্রদলের মানববন্ধন, এখান থেকে বলতে দিতে চাই, সরকার যেন অতিদ্রুত আছিয়ার ধর্ষকদের বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়ে দ্রুত বিচার করেন।

উপকূল সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের আহবায়ক মেহেদী হাসান দাউদের সভাপতিত্বে সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব ওসমান গনি।

প্রসঙ্গত, মাগুরায় বড় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে বোনের শ্বশুর, বোন জামাইয়ের দ্বারা ৮বছরের শিশু আছিয়া ধর্ষণের শিকার হন। সারাদেশে ধর্ষকদের বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়ে বিচার কার্যকর করতে ঝড় উঠে। এবং ছাত্র জনতা ও সাধারণ মানুষ রাস্তায়, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন, মশাল মিছিল, বিক্ষোভ প্রতিবাদ কর্মসূচি পালন করছে।

Please follow and like us:
error0
Tweet 20
fb-share-icon20

সর্বশেষ - কমলনগর উপজেলা

আপনার জন্য নির্বাচিত