১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ ২৭শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ বিকাল ৫:১০ বুধবার
  1. আন্তর্জাতিক
  2. কমলনগর উপজেলা
  3. কিশোরগঞ্জ জেলা
  4. খেলাধুলা
  5. চট্টগ্রাম জেলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. নারী ও শিশু
  9. নেত্রকোনা জেলা
  10. নোয়াখালী জেলা
  11. ফরিদগঞ্জ
  12. ফেনী জেলা
  13. বিনোদন
  14. ভোলা জেলা
  15. ময়মনসিংহ জেলা

ধর্মপ্রাণ জনগণের জন্য একজন শক্ত পুরুষ সমর্থক দরকার—হোসেনপুরে সৈয়দ সাফায়েতুল ইসলাম

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
জানুয়ারি ৩, ২০২৪ ১০:৪৮ অপরাহ্ণ

মোহাম্মদ জাকির হোসেন, হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জ এলাকার ধর্মপ্রাণ জনগণের জন্য একজন শক্ত পুরুষ সমর্থক দরকার যে জন্য ভাই-বোনের লড়াইয়ে তিনি এ আসনে নির্বাচন করতে এসেছেন। ঢাল নাই তলোয়ার নাই, নিধিরাম সর্দার; ৭ই জানুয়ারী ঈগল প্রতীকে একটি ভোট দিয়ে জয়যুক্ত করলে আমি ঢাল-তলোয়ার উভয়েই পাবো। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-১ (কিশোরগঞ্জ সদর-হোসেনপুর) আসনে সংসদ নির্বাচনে অংশ নেওয়া বীরমুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) সৈয়দ সাফায়েতুল ইসলাম নির্বাচনী প্রচারণার জনসভায় মঙ্গলবার রাতে উপজেলার সাহেদল ইউনিয়নের গলাচিপা বাজারে উপস্থিত ভোটারদের উদ্দেশ্যে এসব কথা বলেন।

তিনি আরো বলেন ৩রা জানুয়ারী আমার ভাই সৈয়দ আশরাফুল ইসলামের ৬ষ্ঠ মৃত্যু বাষির্কী। আপনারা জানেন; অনেক আশা করে আমার বড় ভাই কিশোরগঞ্জে একটি সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ করে স্বাস্থ্য সেবার ব্যবস্থা করেছেন। যেখানে অমার বড় ভাইয়ের অবদান ৯৯ভাগ হলেও; সেখানে আমার অবদান একভাগ হলেও আছে; কারণ সেখানে যে জমিটা দিয়েছি সেটা আমি দিয়েছি; যার জন্য সরকারের কাছ থেকে কোন মূল্য নেই না। ভাইকে সাহায্য করেছিলাম। কারণ হলো সেখানে আমার কিশোরগঞ্জের ও হোসেনপুরের মানুষ কাজ করবে; তিনি আক্ষেপ করে বলেন; হায় আল্লাহ আমার দু:খ লাগে যখন শুনি সেখানে হোসেনপুর-কিশোরগঞ্জের কোন লোক কাজ করে না। যারা কাজ পেয়েছিলো তাদেরকে বরখাস্ত করা হয়েছে এবং হোসেনপুর কিশোরগঞ্জের কোন লোক স্বাস্থ্য সেবা পায় না। তাদের চিকিৎসার জন্য ময়মনসিংহ, ঢাকায় যেতে হয় অথবা প্রাইভেট চিকিৎসা নিতে হয়। আমি সেটার পরিবর্তন করতে চাই। তখন তিনি উপস্থিত জনতার কাছে প্রশ্ন রেখে বলেন, আপনারা কী সেটার পরিবর্তন চান। তখন উপস্থিত জনতা সমস্বরে চিৎকার করে বলেন হ্যাঁ; তাহলে ৭ তারিখ ঈগদ প্রতীকে একটি ভোট দিবেন। তাহলে আমি ঢালও পাবো; তলোয়ার ও পাবো।

নির্বাচনী এ জনসভায় তিনি বলেন, আমি সেনাবাহীনির একজন উর্ধ্বতন কর্মকর্তা হিসেবে উন্নয়নের জন্য জনগণের কাছে এসেছি। ভাই-বোনের লড়াইয়ের প্রশ্নে তিনি বলেন, আমার বোন যদি উন্নয়ন করতো তাহলে আমার এখানে আসা উচিত ছিলো না। পাঁচ বছরের এ গ্রাপ পূরণ করতে এসেছি। তিনি আগের বক্তা কামাল উদ্দিনের জবাবে বলেন; উত্তর কুড়িমারা গ্রামে ১০ হাজার লোক বাস করলেও সেখানে কোন প্রাইমারী স্কুল না থাকায় দু:খ প্রকাশ করেন। এখানকার অনেক রাস্তা এখনো কাঁচা। এজন্য আমার ক্ষমতা চাই আমি যদি কাজ না করি তখন আপনারা বলবেন আমি নেমে যাব। আমি বিজয়ী হলে স্থানীয় নেতৃবৃন্দদের নিয়ে কাজ করবো; তখন উন্নয়ন সকলের ঘরে ঘরে পৌঁছে দিবো। ইনশাল্লাহ আমি কথা দিচ্ছি আমি এ পরিণত বয়সে আপনাদের কাছ থেকে কোন কিছু নিতে আসি নাই।

সাহেদল ইউনিয়ন বাসীর উদ্যোগে নির্বাচনী এ জনসভায় সাহেদল ইউনিয়নের আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. কামাল উদ্দিনের সভাপিতিত্বে ও হোসেনপুর পৌর আ’লীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোবারিছ এর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন হোসেনপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সোহেল, জেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আশফাকুল ইসলাম টিটু, হোসেনপুর পৌর চেয়ারম্যান আব্দুল কাইয়ুম খোকন প্রমুখ।

Please follow and like us:
error0
Tweet 20
fb-share-icon20

সর্বশেষ - কমলনগর উপজেলা