প্রেসবিজ্ঞপ্তি: দি ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডা: পিএলসি’র কিশোরগঞ্জ জোনের কিশোরগঞ্জ-০১ এরিয়ার তাড়াইল টেরিটোরির এমপিও মোহাম্মদ সবুজ ইসলামের বদলী জনিত বিদায় সম্মাননা প্রদান করা হয়েছে। তাকে দিনাজপুর রিজিওনের ঠাকুরগাঁও জোনের পীরগঞ্জ এরিয়ার পীরগঞ্জ-০১ টেরিটোরিতে বদলী করা হয়েছে।
শনিবার (২৫ জানুয়ারী) রাত ৮:৩০ মিনিট সময়ে কিশোরগঞ্জ শহরের রথখোলাস্থ ধানসিড়ি রেস্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ জোনের জোনাল ম্যানেজার জনাব মো. রফিকুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন কিশোরগঞ্জ-০১ এরিয়ার এরিয়া ম্যানেজার জনাব মোহাম্মদ রাসেল পাটওয়ারী।
অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন বিদায়ী তাড়াইল টেরিটোরির এমপিও মো. সবুজ ইসলাম, ইটনা টেরিটোরির এমপিও মো. সফিকুল ইসলাম, কিশোরগঞ্জ ডায়াবেটিস টেরিটোরির এমপিও মো. আমিনুল ইসলাম, করিমগঞ্জ টেরিটোরির এমপিও মো. আল আমিন, তাড়াইল টেরিটোরির এমপিও মো. মিরাজ হোসেন প্রমূখ।
অনুষ্ঠান শেষে বিদায়ী এমপিও মো. সবুজ ইসলামকে সম্মাননা প্রদান করা হয়।