খায়রুল আলম ফয়সাল, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের ইটনা উপজেলার ৫নং বাদলা ইউনিয়ন বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের আয়োজনে বিএনপি’র চেয়ারপারসন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ মার্চ) বিকেলে ৫নং বাদলা ইউনিয়নের শিমলা বর্শিকুড়া বাজারের পাশে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে শত শত নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এতে বাদলা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল ওয়াহাব ফুল মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র সভাপতি এস এম কামাল হোসেন, বিশেষ অতিথি উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সিদ্দিকুর জামান স্বপন, জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ওয়ালীউল ইসলাম রাসেল, উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মুনসুরুল আলম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম মকুল, সিহাব উদ্দিন টিপু প্রমূখ উপস্থিত ছিলেন।