মো. নাঈমুজ্জামান নাঈম, কুলিয়ারচর প্রতিনিধি: সারাদেশের ন্যায় কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ১২ থেকে ১৮ বছর বয়সী শিক্ষার্থীদের করোনা ভাইরাস টিকা প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুবাইয়াৎ ফেরদৌসী।
রবিবার (৯ জানুয়ারি) সকাল নয়টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে টিকা প্রদান কার্যক্রম উদ্বোধন করা হয়।
এসময় উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সৈয়দ নূরে আলম, উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডাঃ মো. ওমর খসর, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আলতাফ হোসেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. মুশফিকুর রহমান, মুছা মিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু নাছের আব্দুল্লাহ, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক মো. নজরুল ইসলাম প্রমুখ।
উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডাঃ মোহাম্মদ ওমর খসরু বলেন উপজেলার মাধ্যমিক, নিম্নমাধ্যমিক, মাদরাসা ও কলেজসহ ২২টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ১২ হাজার ২৫৪ জন শিক্ষার্থীদের টিকা প্রদানের আওতায় আনা হয়েছে। এরই ধারাবাহিকতায় আজ ৪ টি প্রতিষ্ঠানের ৫২৮ জন ছাত্র ও ৭৪৪ জন ছাত্রীসহ মোট ১ হাজার ২ শত ৭২ জন শিক্ষার্থীকে টিকা প্রদান করা হয়েছে। আর অনুপস্থিত ছিল ৮৭ জন শিক্ষার্থী। তিনি বলেন আগামী ১৫ জানুয়ারির মধ্যে পর্যায়ক্রমে সকল শিক্ষার্থীদের এ টিকা প্রদান করা হবে।