মো. নাঈমুজ্জামান নাঈম, কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের কুলিয়ারচরে যুব উন্নয়ন অধিদপ্তরাধীন ইমপ্যাক্ট ফেজ-৩ (১ম সংশোধিত) প্রকল্পের আওতায় বায়োগ্যাস প্লান্টের শুভ উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারজানা আলম।
সোমবার (১৫ জুলাই ২০২৪) দুপুরে উপজেলার উছমানপুর ইউনিয়নের কোনাপাড়া গ্রামের শাকিল আরাফাত মিশুর বাড়িতে বায়োগ্যাস প্লান্টের শুভ উদ্বোধন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেন, উছমানপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. নিজাম ক্বারী, কিশোরগঞ্জের ইমপ্যাক্ট ফেজ-৩ প্রকল্পের উপ-সহকারী প্রকৌশলী মো. আমিনুল ইসলাম ও ক্রেডিট ও মার্কেটিং অফিসার মো. মশিউর রহমানসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ।
Please follow and like us: