মো. নাঈমুজ্জামান নাঈম, কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের কুলিয়ারচরে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, সদস্য, সচিব ও এএসিসিওগণের জন্য স্থানীয় সম্পদ আহরণ ও বাজেট ব্যবস্থাপনা কোর্স শুভ উদ্বোধন করেছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব ইয়াছির মিয়া।
এতে সভাপতিত্ব করেন নব যোগদানকৃত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাকীন মাশরুর খান।
বুধবার (১২ জুন, ২০২৪) সকাল সাড়ে এগারোটায় উপজেলা সম্মেলন কক্ষে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি)’র আয়োজনে উপজেলা প্রশাসনের বাস্তবায়নে দু’দিনব্যাপী এ কোর্স শুভ উদ্বোধন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সৈয়দ নূরে আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ওমর ফারুক, উপজেলা প্রকৌশলী এলজিইডি (এসআরএমজি) কিবরিয়া, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবুল খায়ের, উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ মুশফিকুর রহমান, উছমানপুর ইউপি চেয়ারম্যান নিজাম ক্বারী, সালুয়া ইউপি চেয়ারম্যান মোহাম্মদ কাইয়ুমসহ স্থানীয় সাংবাদিক, ইউনিয়ন পরিষদের সদস্য, সচিব ও এএসিসিওগণ।