খায়রুল আলম ফয়সাল, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি: কিশোরগঞ্জে দরিদ্র ভ্যানচালকের বসতবাড়ীতে হামলা-ভাঙচুর ও লুটপাটসহ গৃহবধুকে নির্যাতনের ঘটনা ঘটেছে।
শুক্রবার (০৭ ফেব্রুয়ারি) দুপুরে প্রকাশ্য দিবালোকে জেলা শহরের তারাপাশা এলাকায় এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এ ঘটনায় ভ্যানচালক তাবারক মিয়া বাদি হয়ে সাতজনের নাম উল্লেখ করে কিশোরগঞ্জ সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন। তবে ঘটনার ১৩ দিন পরেও এখন পর্যন্ত কোন আসামী গ্রেপ্তার হয়নি এবং আসামীরা প্রকাশ্যে চলাফেরা করে বাদির পরিবারকে হুমকি দিচ্ছে বলে জানিয়েছেন তাবারক মিয়া।
বাদির লিখিত এজাহার সূত্রে জানা যায়, দীর্ঘ ষাট বছর আগে তাবারক মিয়ার পিতা শামসুদ্দিন কর্তৃক ক্রয় করা পৈতৃক বসতবাড়ির কাগজপত্র সম্পুর্ণ নিসকন্ঠন হওয়ার পরও প্রতিবেশী খলিল মিয়া ও তার পরিবারের সদস্যরা উক্ত ভুমি কুক্ষিগত করতে অপতৎপড়াতা চালিয়ে যাচ্ছে।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সরেজমিনে দেখা যায়, ভাঙচুরের চিত্র ফুটে উঠেছে তাবারকের বাড়িঘরে। চড়িয়ে ছিটিয়ে রয়েছে ঘরের আসবাবপত্র। থাকার জায়গাটুকুও নেই।
তাবারক মিয়া জানান, এসব ঘটনার ধারাবাহিকতায় গত ৭ ফেব্রুয়ারি শুক্রবার দুপুরে খলিল মিয়া, তার ছোট ভাই জলিল মিয়া, খলিল মিয়ার দুই পুত্র জিসান ও রমজানসহ অপর আরো তিনজন নিকটাত্মীয় তার অনুপস্থিতে বসতবাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে। বাসায় একা থাকা স্ত্রী রাবিয়া তাদেরকে নিবৃত্ত করতে গেলে তাকেও মারধরসহ গালিগালাজ করা হয়। পরে আসামীরা বাড়িতে রক্ষিত নগদ টাকা ও স্বর্ণালংকারসহ অন্যান্য আসবাবপত্র ও গৃহস্থালি সামগ্রী লুট করে নিয়ে যায়।
তাবারকের স্ত্রী রাবিয়া জানান, হামলাকারীরা উক্ত জায়গা ছাড়িয়া দিতে প্রাণনাশের হুমকিসহ বিভিন্নভাবে ভয়-ভীতি দেখায়।
তাবারকের মা সালেহা জানান, আমার ছেলে কষ্ট করে ভ্যান চালিয়ে জীবন চালায়। বাড়িঘর ভাংচুর করে সব লুট করার সময় বাঁধা দিতে গেলে আমার উপরও হামলা চালায়, আমরা বিচার চাই।
এ বিষয়ে কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযোগের বিষয়ে তদন্ত চলছে। এখনো অভিযুক্ত কাউকে আটক করা যায়নি।
ঘটনার ব্যাপারে জানতে ভাই জলিল মিয়া ও খলিল মিয়ার মুঠোফোন বন্ধ পাওয়া যাওয়ায় তাদের বক্তব্য জানা যায়নি।