১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ ২৭শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ সকাল ১০:৪০ বুধবার
  1. আন্তর্জাতিক
  2. কমলনগর উপজেলা
  3. কিশোরগঞ্জ জেলা
  4. খেলাধুলা
  5. চট্টগ্রাম জেলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. নারী ও শিশু
  9. নেত্রকোনা জেলা
  10. নোয়াখালী জেলা
  11. ফরিদগঞ্জ
  12. ফেনী জেলা
  13. বিনোদন
  14. ভোলা জেলা
  15. ময়মনসিংহ জেলা

কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল সংকটে স্বাস্থ্যসেবা বিঘ্নিত

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
অক্টোবর ২৯, ২০২৪ ১০:২৫ অপরাহ্ণ

সাম্প্রতিক স্বদেশ ডেক্স / মিজানুর রহমান মানিক, কমলনগর (লক্ষ্মীপুর) সংবাদদাতা: অবকাঠামোগত সুবিধাদি থাকলেও ডাক্তার ও নার্স সহ গুরুত্বপূর্ণ পদের জনবল সংকটে বিঘ্নিত হচ্ছে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরকারি স্বাস্থ্যসেবা। ফলে প্রতিনিয়ত দূর্গম এলাকা থেকে আসা রোগীরা যথাযথ চিকিৎসা সেবা বঞ্চিত হচ্ছেন। এলাকাবাসীর অভিযোগ, সরকারি হাসপাতালটির ভৌত-অবকাঠামোগত উন্নতি দিনের পর দিন বৃদ্ধি পেলেও পর্যাপ্ত চিকিৎসা সেবা না পেয়ে অন্যত্র ছুটতে হচ্ছে রোগী ও সংশ্লিষ্টদের। এতে একদিকে চিকিৎসা নিতে আসা রোগীদের যাতায়াত ভোগান্তি অন্যদিকে জেলা শহর সহ প্রাইভেট হাসপাতালে যাওয়া দরিদ্র জনগোষ্ঠীর জন্য আর্থিক বিড়ম্বনা। দ্রুত জনবল সংকট নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছেন এলাকাবাসী।

স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, হাসপাতালটি ২০১৭ সালে ৩১শয্যা থেকে ৫০শয্যায় উন্নীত করা হয়। কিন্তু অবকাঠামোগত ভবন ও শয্যা সংখ্যা বৃদ্ধি হলেও সে হারে বাড়েনি তার জনবল। বিধিমতে ৫০ শয্যার হাসপাতালে মোট জনবল কাঠামোয় থাকার কথা ১৩১ জন, আছেন মাত্র ৬৭জন। এতে ২০জন ডাক্তারের স্থলে পোস্টিং আছেন মাত্র ১১জন। তাও অতিগুরুত্বপূর্ণ গাইনী (অবস) পদের ডাক্তার দীর্ঘ ৮ বছর নিজ কর্মস্থলে না থেকে সংযুক্তি নিয়ে রাজধানীর কমলাপুর রেলওয়ে হাসপাতালে নিয়োজিত আছেন। একইভাবে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন জুনিয়র কনসালটেন্ট এনেস্থিসিয়া। এতে স্বাস্থ্য কমপ্লেক্সটিতে মূলত চিকিৎসা সেবা দিচ্ছেন মাত্র আটজন ডাক্তার।

নার্স ২৫ জনের স্থলে আছেন ১১জন, ওর্য়াড বয় ৮জনের স্থলে ১জন এবং মিডওয়াইফের (যিনি প্রসবকালীন সময়ে মা ও শিশুর যত্ন নেন) ৪টি পদই শূন্য রয়েছে। এছাড়া ফিল্ড স্টাফ ২২জন, ডেন্টাল টেকনোলজিস্ট, সুইপার, দারোয়ান ও আয়াসহ আরও ১৮টি পদ শূন্য রয়েছে দীর্ঘদিন ধরে। স্বাধীনতা উত্তর স্বাস্থ্য কমপ্লেক্সটি প্রতিষ্ঠার পর থেকেই রেডিওলজিস্ট ও ইমেজিং (এক্স-রে) গুরুত্বপূর্ণ মেডিকেল টেকনোলজিস্টের পদটিও শূন্য রয়েছে।

হাসপাতাল সূত্র আরও জানান, প্রতিদিন এখানের বর্হিবিভাগে চার’শরও অধিক রোগী চিকিৎসা সেবা নিতে আসেন এবং আন্তঃবিভাগে চিকিৎসাধীন থাকেন কমপক্ষে সত্তর থেকে আশি জন রোগী। নিয়মিত এ অধিক সংখ্যক রোগীদেও চিকিৎসা সেবা নিশ্চিত করতে কর্মরত অল্প সংখ্যক জনবলের পক্ষে রীতিমত হিমশিম খেতে হচ্ছে।

উপজেলার চরলরেন্স ইউনিয়নের মনির হোসেনের স্ত্রী বিবি ফাতেমা বলেন, ‘আমি সস্তানসম্ভবা পরামর্শের জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনেক দিন গিয়েছি।

গাইনী ডাক্তার না পেয়ে নিরুপায় পরামর্শ নিয়েছি অন্য বিষয় ডাক্তার থেকে। গত কয়েক দিন পূর্বে বেশি অসুবিধা দেখা দিলে তাকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে যেতে হয়েছে। সেখানে পরীক্ষার পর দেখা গেল গর্ভের শিশু নষ্ট হয়ে গেছে। পওে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে এবরশন করিয়েছি। এভাবেই স্বাস্থ্যসেবা নিতে এসে হতাশ হয়েছেন বলে জানালেন চরফলকন গ্রামের রহিমা বেগম, চরকাদিরার আবুবকর প্রমূখ ভূক্তভোগী এলাকাবাসী।

এদিকে ল্যাব টেকনোলজিস্ট মো. নিয়াজ মোর্শেদ বলেন, সেল কাউন্টার মেশিনের রিএজেন্টের অভাবে সিবিসি টেস্ট করা যাচ্ছেনা। এছাড়া সেন্টিপিউজ মেশিনটি বলতে গেলে অকেজো। ফলে জোড়াতালি দিয়ে রক্তের সিরাম বের করতে হয়।

নার্সেস স্টেশন থেকে নার্স সুপারভাইজার সেলিনা আক্তার বলেন, ১০জন রোগীর বিপরীতে ১জন নার্স থাকার কথা থাকলেও বাস্তবে ৭০জনের বিপরীতে গড়ে নার্স আছেন মাত্র ১জন। ফলে সঠিক সময়ে রোগীকে মেডিসিন প্রয়োগ ও মেনটেইন করতে আমাদেরকে হিমশিম খেতে হচ্ছে।

এদিকে কর্তব্যরত জুনিয়র কলসালটেন্ট গাইনী (অবস) ডা. শামছুন্নাহার দীর্ঘসময় অন্য হাসপাতালে সংযুক্তিতে থাকার বিষয়ে জানিয়েছেন, কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনেস্থিসিয়া কলসালটেন্ট, সার্জন ও মিডওয়াইফ নেই।

ওখানে আমি কী করে সেবা দিব! অন্য ডাক্তারকে স্থলাভিষিক্ত না করায় রোগীদেও ভোগান্তি প্রসংগে পৃথক প্রশ্নে তিনি বলেন, আমি বদলীর জন্য চেষ্টা করছি।

জুনিয়র কলসালটেন্ট (এনেস্থিসিয়া) ডা. নাজনিন আক্তার তার দীর্ঘ অনুপস্থিতির বিষয়ে বলেন, ‘আমি চাকুরি ইস্তেফা দিয়ে এসেছি।’

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয় সূত্র জানান, জুনিয়র কলসালটেন্ট (এনেস্থিসিয়া) ডা. নাজনিন আক্তার দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। একারণে তার বেতন-ভাতাও প্রদান বন্ধ রাখা হয়েছে। বিভাগীয় পর্যায়ে অননুমোদিত অনুপস্থিতির বিষয়ে একাধিক পত্র প্রেরণ করা হয়েছে। জনবল সংকটের বিষয়টি যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে উর্ধ্বতনে প্রেরণ করা হয়েছে।

লক্ষ্মীপুর জেলা সিভিল সার্জন ডা. আহমেদ কবীর বলেন, গাইনী (অবস) কনসালটেন্ট ডা. শামছুন্নাহার আট বছর পূর্বে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের মাধ্যমে সংযুক্তি নেন। বহু দেন-দরবার ও লেখালেখি করেও তাকে কর্মস্থলে ফিরাতে সম্ভব হয়নি। জুনিয়র কনসালটেন্ট এনেস্থিসিয়া ডা. নাজনিন আক্তার অননুমোদিত ছুটি নিয়ে চট্টগ্রামে রয়েছেন। তার (ডা. নাজনিন আক্তার) বক্তব্য তিনি সপ্তাহে ১দিন কর্মস্থলে আসবেন। এই সুবিধা না পাওয়ায় তিনি কর্মস্থলে আসা বন্ধ করে দিয়েছেন এবং তিনি ইস্তফাও দেননি। তবে তার বিষয়ে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও অধিদপ্তরে ফাইল প্রেরণ করা হয়েছে। এছাড়া জনবল সংকটের বিষয়টিও অধিদপ্তরকে অবহিত করা হয়েছে।

Please follow and like us:
error0
Tweet 20
fb-share-icon20

সর্বশেষ - কমলনগর উপজেলা

আপনার জন্য নির্বাচিত