মোহাম্মদ ছাইফ উল্লাহ হেলাল, কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় কর্মরত সাংবাদিকদের সম্মানে উপজেলা জামায়াতে ইসলামী বাংলাদেশের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার উপজেলার হাজিরহাট বাজারের রাজমহল রেস্টুরেন্টে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবুল খায়েরের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কমিটির শুরা সদস্য লক্ষ্মীপুর -৪ আসনের এমপি প্রার্থী এআর হাফিজ উল্যাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলনগর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা হুমায়ুন কবির, জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা নুর উদ্দিন ও কমলনগর প্রেসক্লাবের সভাপতি ইউছুফ আলী মিঠু।
উপজেলা জামায়াতের সেক্রেটারি আকরাম হোসেনর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, চরবসু এসইএসডিপি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাংবাদিক মিজানুর রহমান মানিক, উপজেলা জামায়াতের নায়েবে আমীর জামাল হোসেন, জেলা ট্রেড ইউনিয়নের সভাপতি ডা. মোহাম্মদ ইউছুফ, ইবতেদায়ী শিক্ষক পরিষদের জেলা সভাপতি ও কমলনগর প্রেসক্লাবে উপদেষ্টা ছাইফ উল্লাহ হেলাল, কাজী মুহাম্মদ ইউনুছ, সাধারণ সম্পাদক মো. ফয়েজ, অর্থ বিষয়ক সম্পাদক আমজাদ হোসেন আমু, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জামাল হোসেন, প্রচার সম্পাদক নুরনবী, ক্রীড়া সম্পাদক মো. শরীফুল ইসলাম, সদস্য আহমেদ শরীফ, ইব্রাহিম সুলতান, এজিএম ইব্রাহিম ও সাইফ উল্যাহ মনির।
এ সময় প্রধান অতিথি এর আর হাফিজ উল্যাহ তার বক্তব্যে বলেন, বিগত ১৭ বছর আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে সাংবাদিকরা আমাদের পাশে ছিলেন। আগামী দিনেও সুন্দর কমলনগর গড়তে আপনারা জামায়াতের পাশে থাকার আহবান জানান তিনি।