১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ ২৭শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ বিকাল ৪:৫৭ বুধবার
  1. আন্তর্জাতিক
  2. কমলনগর উপজেলা
  3. কিশোরগঞ্জ জেলা
  4. খেলাধুলা
  5. চট্টগ্রাম জেলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. নারী ও শিশু
  9. নেত্রকোনা জেলা
  10. নোয়াখালী জেলা
  11. ফরিদগঞ্জ
  12. ফেনী জেলা
  13. বিনোদন
  14. ভোলা জেলা
  15. ময়মনসিংহ জেলা

কমলনগরে যুবদল নেতার নেতৃত্বে স্কুলের মাঠ দখল

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
অক্টোবর ১১, ২০২৪ ৫:৩৯ অপরাহ্ণ

মোহাম্মদ ছাইফ উল্লাহ হেলাল, কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের কমলনগরে যুবদল নেতা নিজামের নেতৃত্বে অগ্রণী স্কুল এন্ড কলেজের টিনের বেষ্টনী ভাঙ্গচুর ও মালিক জোসনা বেগমকে মারধর করে স্কুলের মাঠ দখলের অভিযোগ পাওয়া গেছে। দখলের পর উল্টো থানায় ভুক্তভোগীর বিরুদ্ধে অভিযোগ দিয়ে হয়রানির চেষ্টা করছে যুবদলের ওই নেতা।

শুক্রবার সকালে ভুক্তভোগী জোসনা বেগম কমলনগর প্রেসক্লাবে উপস্থিত হয়ে এ অভিযোগ করেন।

অভিযুক্ত নিজাম চর লরেঞ্চ ইউনিয়ন যুবদলের সভাপতি ও একই ইউনিয়নের মৃত ইউনুস বেপারীর ছেলে। এই ঘটনায় বুধবার লক্ষ্মীপুরের অতিরিক্ত ম্যাজিস্ট্রেট এর আদালতে নিজাম উদ্দিন তার ভাই আবদুল হক ও ভাতিজা মোহনসহ ৫ জনের বিরুদ্ধে মামলা করেন ভুক্তভোগী জোসনা বেগম।
এর আগে গত মঙ্গলবার যুবদল নেতা নিজামের নেতৃত্বে তার ভাই আবদুল হক ও ভাতিজা ছাত্রলীগ নেতা মোহন সহ ১০-১২ জনের একটি দল ওই জমি দখল করে।

মামলা ও স্থানীয় সুত্রে জানা যায়, জোসনা বেগম তার বাবার মৃত্যুর পর আরএস ৭৪৩ নং খতিয়ানের ৫০ দাগে ৪২ শতক জমির মালিক হন। ওই জমি ২০১২ সাল থেকে তিনি একটি স্কুল পরিচালনার জন্য ভাড়া দিয়ে আসছেন। অভিযুক্ত নিজাম জোসনার স্বামী থেকে ৯ শতক জমি কিনে অন্য জায়গায় ভোগ দখল করে আসছে। এই জমিটি মুল্যবান হওয়ায় দলীয় প্রভাব খাটিয়ে তার আগের দখল ছেড়ে দিয়ে এই জমি দখল করে নেয়।
এছাড়াও আওয়ামী লীগ সরকার পতনের পর নিজাম তার মৃত ভাইয়ের স্থানীয় তোরাবগঞ্জ বাজারের একটি দোকানঘর দখল করে নেয়। ওই ঘরটি এখন উপজেলা প্রশাসনের জিম্মায় রয়েছে বলে জানা গেছে।

স্থানীয়রা আরো জানান, আওয়ামী লীগ সরকারের সময় নিজাম আওয়ামী লীগ নেতাদের সাথে সম্পর্ক করে এবং সুবিধা দিয়ে জমি দখল ও সাধারণ মানুষকে বিভিন্নভাবে হয়রানি করতো। সরকার পরিবর্তনের পর যুবদল নেতা হওয়ায় দলীয় প্রভাবে সে এখন আরো বেপরোয়া হয়ে গেছে।

ভুক্তভোগী জোসনা বেগম বলেন, নিজাম আমাদের পরিবার থেকে ৯ শতক জমি ক্রয় করে অন্য দাগে ভোগ দখলে আছে। রাতের অন্ধকারে দলীয় প্রভাব খাটিয়ে অনেক লোকজন নিয়ে আমাদের জমিটি দখলে নেয় এবং আমাকে মারধর করে। নিরুপায় হয়ে আমি আদালতের শরণাপন্ন হয়েছি।

অভিযুক্ত যুবদল নেতা নিজাম উদ্দিন দাবি করেন, আমার ক্রয়কৃত সম্পত্তিতে জোসনা বেগম জোরপূর্বক দখল করার চেষ্টা করলে আমরা বাধা দেই।

লরেঞ্চ ইউনিয়ন বিএনপি’র সদস্য সচিব জসিম উদ্দিন চৌধুরী বলেন, যুবদল নেতা নিজাম ও তার ভাতিজা ছাত্রলীগ নেতা মোহনের নেতুত্বে জোসনা বেগমের জমি দখল করার বিষয়টি জানি। এর আগেও নিজাম উপজেলা যুবলীগের সভাপতি মেজবাহ উদ্দিন বাপ্পির সহযোগিতায় তোরাবগঞ্জ বাজারের একটি ঘর দখল করেছে। দখলবাজের স্থান বিএনপিতে হবেনা, সে যে-ই হোক।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তৌহিদুল ইসলাম জানান, দখলের খবর পেয়ে ঘটনাস্থলে তাৎক্ষণিক পুলিশ পাঠিয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

Please follow and like us:
error0
Tweet 20
fb-share-icon20

সর্বশেষ - কমলনগর উপজেলা