মোহাম্মদ ছাইফ উল্লাহ হেলাল, কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার পাটোয়ারী হাট ইউনিয়নের পাটোয়ারী হাট দাখিল মাদ্রাসা সুপার মাওলানা মো. আবুল খায়ের কমলনগর উপজেলা জামায়াতে ইসলামীর আমির নির্বাচিত হয়েছেন। একইসাথে জেলা জামায়াতের মজলিসে শুরা সদস্য নির্বাচিত হয়েছেন।
আগামী ২০২৫-২০২৬ সেশনের জন্য রুকনদের ভোটে জেলা জামায়াতের উদ্যোগে ওই নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচন পরবর্তী বুধবার ফলাফল ঘোষণা শেষে নির্বাচিতদের শপথ পাঠ অনুষ্ঠান জেলা জামায়াত কার্যালয়ে অনুষ্ঠিত হয়। লক্ষীপুর জেলা আমীর মাস্টার রুহুল আমিন ভূইয়া শপথ অনুষ্ঠান পরিচালনা করেন।
এসময় জেলা নায়েবে আমির এ আর হাফিজ উল্যাহ, শিক্ষক ফেডারেশনের সেক্রেটারি অধ্যাপক আবদুর রহমান, কর্মপরিষদ সদস্য সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা হুমায়ুন কবির সহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে গত সেশনে মাওলানা আবুল খায়ের একই উপজেলার সেক্রেটারির দায়িত্ব পালন করেছেন।